‘ইসরাইল তার লক্ষ্য অর্জন করেনি কিন্তু হামাস তার লক্ষ্যে পৌঁছেছে’
ইসরাইল গাজা যুদ্ধে সন্দেহাতীতভাবে পরাজিত হয়েছে: সাবেক জেনারেল
ইহুদিবাদী ইসরাইলের সাবেক পদস্থ সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিওরা এইল্যান্ড গাজা উপত্যকায় ইসরাইলের ১৬ মাসব্যাপী যুদ্ধকে তেল আবিবের জন্য ‘নিশ্চিত পরাজয়’ হিসেবে অভিহিত করেছেন।
তিনি ওয়াইনেটে প্রকাশিত এক নিবন্ধে বলেছেন, ইসরাইল অবরুদ্ধ এই ফিলিস্তিনি উপত্যকায় নিজের ঘোষিত লক্ষ্যগুলো অর্জন করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, “গাজায় ইসরাইল তার ঘোষিত চার লক্ষ্যের মধ্যে সাড়ে তিনটিই অর্জন করতে ব্যর্থ হয়েছে। আমরা হামাসকে ধ্বংস করতে পারিনি, গাজায় হামাসের শাসনের অবসান ঘটাতে পারিনি, আমরা গাজা সীমান্ত সংলগ্ন ইসরাইলি নাগরিকদেরকে তাদের ঘরবাড়িতে ফেরাতে পারিনি এবং পণবন্দিদের ফেরত আনার লক্ষ্য অর্ধেক অর্জন করেছি।”
এইল্যান্ড স্বীকার করেন, হামাস ইসরাইলকে তার লক্ষ্য অর্জনে বাধা দিয়েই ক্ষান্ত হয়নি বরং তারা নিজেদের লক্ষ্যগুলো ঠিকই অর্জন করে নিয়েছে। এসব লক্ষ্যের শীর্ষে রয়েছে গাজার ওপর নিয়ন্ত্রণ ধরে রাখা।
সাবেক এই ইহুদিবাদী সেনা কমান্ডার বলেন, ইসরাইল কর্তৃপক্ষ হামাসকে ‘খাঁটি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিত্রায়িত করেছে যা ছিল ভুল, কারণ, হামাস অনেক আগেই নিজেকে গাজার রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত করে ফেলেছিল। #
পার্সটুডে/এমএমআই/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।