এক বছরে রেকর্ড সংখ্যক সাংবাদিক নিহত
২০২৪ সালে নিহত ৭০% সাংবাদিকই হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইল
বিগত ২০২৪ সালে বিশ্বব্যাপী রেকর্ডসংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন যাদের মধ্যে ৭০% নিহত হয়েছেন ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর পাশবিক হামলায়।
আমেরিকা-ভিত্তিক সাংবাদিকদের বেসরকারি সংগঠন- দি কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট বা সিপিজে এ তথা জানিয়েছে। এটি এক বিবৃতিতে বলেছে, ২০২৪ সালে বিশ্বের ১৮টি দেশে অন্তত ১২৪ জন সাংবাদিক নিহত হয়েছেন।
তিন দশক আগে এই কমিটি গঠিত হওয়ার পর একটি নির্দিষ্ট বছরে এত বেশি সংখ্যক সাংবাদিক আর কখনও প্রাণ হারাননি।
মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক গ্রুপটি বলেছে, এদের মধ্যে শুধুমাত্র ইসরাইলি বাহিনী গাজা উপত্যকায় ৮৫ জন সাংবাদিককে হত্যা করেছে। সিপিজে বলেছে, ইহুদিবাদী বাহিনী এসব ঘটনার তদন্তে বাধা দিয়ে উল্টো নিহত সাংবাদিকদেরই তাদের হত্যাকাণ্ডের জন্য দায়ী করেছে। এছাড়া, ইসরাইলি সেনাবাহিনী সাংবাদিক হত্যাকারী সেনাদের বিচার করারও কোনো উদ্যোগ নেয়নি।
এর আগে একটি নির্দিষ্ট বছরে সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক নিহত হয়েছিলেন ২০০৭ সালে। বিশ্বব্যাপী ওই বছর ১১৩ জন সাংবাদিক নিহত হয়েছিলেন।
এর আগে ফিলিস্তিনি সাংবাদিকদের সিন্ডিকেট অভিযোগ করেছিল, গাজায় ইসরাইলি সেনাদের ভয়াবহ অপরাধযজ্ঞ যাতে বিশ্ববাসী জানতে না পারে সেজন্য দখলদার সেনারা টার্গেট করে করে সাংবাদিকদের হত্যা করেছে।#
পার্সটুডে/এমএমআই/এমএআর/১৪