নয়া দিল্লিতে রেলস্টেশনে পদদলিত হয়ে নিহত ১৮
https://parstoday.ir/bn/news/event-i147078-নয়া_দিল্লিতে_রেলস্টেশনে_পদদলিত_হয়ে_নিহত_১৮
ভারতের রাজধানী নয়া দিল্লির রেলওয়ে স্টেশনে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো অন্তত ১১ জন। নিহতদের মধ্যে ১০ নারী ও তিন শিশু রয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ১১:০২ Asia/Dhaka
  • নয়া দিল্লিতে রেলস্টেশনে পদদলিত হয়ে নিহত ১৮

ভারতের রাজধানী নয়া দিল্লির রেলওয়ে স্টেশনে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো অন্তত ১১ জন। নিহতদের মধ্যে ১০ নারী ও তিন শিশু রয়েছে।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার গভীর রাতে চলমান আধ্যাত্মিক উৎসব ‘মহা কুম্ভতে’ যোগ দিতে যাওয়ার সময় এসব হতাহতের ঘটনা ঘটে।

ভারতে আধ্যাত্মিক উৎসব ‘মহাকুম্ভ’ চলছে। এ উপলক্ষে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থল ‘ত্রিবেণী সঙ্গম’-এ ‘পবিত্র স্নান’ করতে তীর্থযাত্রীরা যাত্রা করছে। এ কারণে উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলায় একটি ট্রেনে চড়তে রেলওয়ে স্টেশনে প্রচুর লোকের ভিড় হয়।

নয়া দিল্লি রেলস্টেশনের একটি প্ল্যাটফর্মে ট্রেন আসা নিয়ে বিভ্রান্তির সৃষ্টির পরই পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আর আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দিতে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাণহানির এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৬