ফিলিস্তিনি শিশুকে ১৮ বছরের কারাদণ্ড দিল ইসরাইলি আদালত
https://parstoday.ir/bn/news/event-i147108-ফিলিস্তিনি_শিশুকে_১৮_বছরের_কারাদণ্ড_দিল_ইসরাইলি_আদালত
এক ইসরাইলি সেনার ওপর হামলায় জড়িত থাকার কথিত অভিযোগে ১৫ বছর বয়সি এক ফিলিস্তিনি শিশুকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছে একটি ইসরাইলি আদালত। বন্দিদের সমর্থক গ্রুপ ‘প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সোসাইটি’ এক বিবৃতিতে এ খবর জানিয়ে বলেছে, কারাদণ্ডের পাশাপাশি ওই ফিলিস্তিনি শিশুকে তিন লাখ শেকেল (৮৩,৩৩৩ মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১৫:১০ Asia/Dhaka
  • ফিলিস্তিনি শিশুকে ১৮ বছরের কারাদণ্ড দিল ইসরাইলি আদালত

এক ইসরাইলি সেনার ওপর হামলায় জড়িত থাকার কথিত অভিযোগে ১৫ বছর বয়সি এক ফিলিস্তিনি শিশুকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছে একটি ইসরাইলি আদালত। বন্দিদের সমর্থক গ্রুপ ‘প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সোসাইটি’ এক বিবৃতিতে এ খবর জানিয়ে বলেছে, কারাদণ্ডের পাশাপাশি ওই ফিলিস্তিনি শিশুকে তিন লাখ শেকেল (৮৩,৩৩৩ মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে।

জর্দান নদীর পশ্চিম তীরের শুফাত শরণার্থী শিবিরের অধিবাসী, ১৫ বছর বয়সি শিশু মোহাম্মাদ বাসেল জালবানির বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২৩ সালে ওই শরণার্থী শিবিরের একটি চেকপয়েন্টে একজন ইসরাইলি সেনাকে হত্যার ঘটনায় জড়িত ছিলেন। 

তাকে ওই বছরের ১৩ ফেব্রুয়ারি শুফাত ক্যাম্পের ভেতরে একটি বাস থেকে ধরে নিয়ে যায় ইহুদিবাদী সেনারা।  তার বিরুদ্ধে নিহত ইসরাইলি সেনাকে ছুরিকাঘাত করার অভিযোগ আনা হয়; যে ছুরিকাঘাতে ওই সেনার মৃত্যু হয়।

দখলদার বাহিনী ওই ঘটনার পরপরই জালবানিদের বসতবাড়ি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। আদালতে মামলার শুনানি চলাকালে নিহত ইসরাইলি সেনার এক ভাই কয়েকবার জালবানির ওপর হামলা চালায় এবং তাকে হত্যা করার চেষ্টা করে।

ইহুদিবাদী ইসরাইলি কারাগারগুলোতে বর্তমানে ১,১১৫ শিশুসহ অন্তত ১৪,৫০০ ফিলিস্তিনি আটক রয়েছে। দখলদার সেনারা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূমি জবরদখল করে নতুন নতুন অবৈধ ইহুদি বসতি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।

তাদের এই দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলেই ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে তাদের হতাহত করার পাশাপাশি দলে দলে ফিলিস্তিনি তরুণ ও যুবকদের ধরে নিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিগত ১৬ মাসে পশ্চিম তীরে অন্তত ৯০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার সেনারা।#

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।