যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা শুরু করতে গড়িমসি করছে ইসরাইল
https://parstoday.ir/bn/news/event-i147286-যুদ্ধবিরতির_দ্বিতীয়_পর্যায়_নিয়ে_আলোচনা_শুরু_করতে_গড়িমসি_করছে_ইসরাইল
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা শুরু করতে গড়িমসি করছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১০:৩৮ Asia/Dhaka
  • যুদ্ধবিধ্বস্ত গাজা
    যুদ্ধবিধ্বস্ত গাজা

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা শুরু করতে গড়িমসি করছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

সংগঠনটির মুখপাত্র আব্দুল লতিফ আল-কানু শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, দ্বিতীয় পর্যায়ের আলোচনা কার্যত এখনও শুরু হয়নি। আমরা সার্বিক চুক্তির ভিত্তিতে দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা করতে প্রস্তুত থাকলেও নেতানিয়াহু এ বিষয়ে গড়িমসি করছেন।

হামাসের এই মুখপাত্র বলেন, তার সংগঠন গাজা যুদ্ধবিরতির প্রতি ততক্ষণ পর্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ থাকবে যতক্ষণ তেল আবিব তা মেনে চলবে।

গাজা উপত্যকায় তিন পর্যায়ে বাস্তবায়নযোগ্য যুদ্ধবিরতি চুক্তির ৪২ দিনব্যাপী প্রথম পর্যায় কার্যকর হয় গত ১৯ জানুয়ারি। কথা ছিল, ৩ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতির খুঁটিনাটি নিয়ে আলোচনা শুরু হবে যাতে প্রথম পর্যায়ের ৪২ দিন সময় শেষ হওয়ার আগেই দ্বিতীয় পর্যায় চূড়ান্ত করা যায়।

কিন্তু ৩ ফেব্রুয়ারির পর আরো ১৯ দিন অতিবাহিত হলেও কার্যত ওই আলোচনা এখনও শুরু হয়নি। প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি ধাপে ধাপে বাস্তবায়িত হচ্ছে। এ পর্যায়ে ৩৩ ইসরাইলি পণবন্দিকে ছেড়ে দেয়ার বিনিময়ে প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দির মুক্তি নিশ্চিত করেছে হামাস।

গত বৃহস্পতিবার হামাস ৪ ইসরাইলি পণবন্দির লাশ তেল আবিবের কাছে হস্তান্তর করার পর নেতানিয়াহু প্রতিশোধ গ্রহণের হুমকি দেন।  দুই শিশু ও এক নারীসহ ওই চার পণবন্দি গাজায় ইসরাইলি বোমাবর্ষণে নিহত হয়েছে বলে হামাস ঘোষণা করলেও তেল আবিব দাবি করছে, তাদেরকে হামাস হত্যা করেছে।

বৃহস্পতিবার ওই চার লাশ হস্তান্ত করার পর নেতানিয়াহুর দপ্তর ঘোষণা করে, ২০২৩ সালের ৭ অক্টেবরের ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হতে পারে তেল আবিব সে ব্যবস্থা নেবে। এ ঘোষণা থেকে বোঝা যায়, যুদ্ধবিরতির নামে নিজের পণবন্দিদের মুক্ত করে নিয়ে গাজার বিরুদ্ধে আবার ঝাঁপিয়ে পড়তে চায় নেতানিয়াহু সরকার। #

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।