রাফায় গুলি করে ফিলিস্তিনি নারীকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী
(last modified Sat, 22 Feb 2025 04:55:02 GMT )
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১০:৫৫ Asia/Dhaka
  • যুদ্ধবিধ্বস্ত গাজা
    যুদ্ধবিধ্বস্ত গাজা

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার দক্ষিণে রাফার আল-জেনা এলাকায় ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নারী শহীদ হয়েছেন। এ নিয়ে দখলদার ইসরাইল আরো একবার হামাসের সাথে যুদ্ধবিরতি লঙ্ঘন করল।

স্থানীয় সূত্র নিশ্চিত করেছে যে, ইসরাইলি সেনারা রাফা এলাকার বেসামরিক নাগরিকদের ওপর সরাসরি গুলি চালালে হানা আল-গুসি শহীদ হন। ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি গতকাল (শুক্রবার) এই খবর দিয়েছে। এর পাশাপাশি ইসরাইলি সামরিক যানবাহনগুলো আল-বুরেইজ শরণার্থী শিবিরের পূর্ব ও উত্তর-পূর্ব দিকে এবং গাজা শহরের শুজাইয়া এলাকার পূর্বে মেশিনগান থেকে গুলি চালায়।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর ১৫ মাস ধরে চলা গণহত্যার পর গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তি হয়। তবে এই চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও ইসরাইলি সেনারা গুলি চালিয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে, গাজায় ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যায় কমপক্ষে ৪৮ হাজার ৩১৯ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া, এক লাখ ১১ হাজার ৭৪৯ জন আহত হয়েছেন। এর বাইরে বহু লাশ এখনো ধ্বংসস্তূপের নিচে পড়ে রয়েছে কারণ উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে পারেনি। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।