ইউরেশিয়ার সঙ্গে বাণিজ্য শীর্ষক মেলা
প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দেয় ইরান: প্রেসিডেন্ট
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের নীতিতে বিশ্বাস করে। তেহরান মনে করে, অর্থনৈতিক সম্পর্ক জোরদারের মধ্যদিয়ে নিরাপত্তা, শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব।
গতকাল (শুক্রবার) বিকেলে তেহরানে ইউরেশিয়ার সঙ্গে বাণিজ্য শীর্ষক তৃতীয় আন্তর্জাতিক মেলা পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
প্রেসিডেন্ট বলেন, ইরানের ভৌগোলিক অবস্থানটা এমন যে তা ইউরেশিয়াকে পারস্য উপসাগর এবং আন্তর্জাতিক পানি সীমার সাথে সংযুক্ত করার জন্য সর্বোত্তম রুট এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান এ ক্ষেত্রে কাজ করছে। এর ফলে আগের তুলনায় ইউরেশিয়ান দেশগুলোর সঙ্গে সংযোগ আরও সহজ হবে।
ভাষণ দেওয়ার আগে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইউরেশিয়ার সাথে বাণিজ্য শীর্ষক আন্তর্জাতিক মেলার কিছু অংশ পরিদর্শন করেন এবং বেসরকারি খাতের কর্মীদের সাথে কথা বলেন।
প্রেসিডেন্ট বলেন, এ ধরণের প্রদর্শনীর মাধ্যমে নানা ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় সম্ভব হয় এবং এর ফলে অর্থনৈতিক উন্নয়নের পথও সুগম হয়ে যায়।#
পার্সটুডে/এসএ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।