ফিলিস্তিনের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন সাইয়্যেদ নাসরুল্লাহ: নাঈম কাসেম
(last modified Mon, 24 Feb 2025 08:56:24 GMT )
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ১৪:৫৬ Asia/Dhaka
  • ফিলিস্তিনের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন সাইয়্যেদ নাসরুল্লাহ: নাঈম কাসেম

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাবেক মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ফিলিস্তিনের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছেন বলে মন্তব্য করেছেন সংগঠনের বর্তমান মহাসচিব শেখ নাঈম কাসেম। তিনি শহীদ মহাসচিবের ভূয়সী প্রশংসা করে বলেছেন, হিজবুল্লাহ সব ধরনের প্রতিবন্ধকতা উপেক্ষা করে অবিচলতার সঙ্গে নিজের পথচলা অব্যাহত রাখবে।

তিনি গতকাল (রোববার) হিজবুল্লাহর সাবেক মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও তার উত্তরসূরি সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিনের দাফন অনুষ্ঠানে দেয়া ভাষণে এ মন্তব্য করেন। শেখ নাঈম কাসেম বলেন, ফিলিস্তিন ইস্যুকে নতুন করে বিশ্ববাসীর সামনে তুলে ধরার ক্ষেত্রে শহীদ নাসরুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

শেখ কাসেম দৃঢ় প্রত্যয় ঘোষণা করে বলেন, আমাদেরকে যদি শহীদও হতে হয় এবং আমাদের ঘরবাড়ি যদি আমাদের মাথার উপর ভেঙেও ফেলা হয়, তারপরও আমরা শহীদ নাসরুল্লাহ প্রদর্শিত পথ অনুসরণ করে যাব।

তিনি শহীদ নাসরুল্লাহকে ‘একজন ঐতিহাসিক, অতুলনীয়, দেশপ্রেমী, আরব ও মুসলিম নেতা’ হিসেবে আখ্যায়িত করে বলেন, বিশ্বের স্বাধীনচেতা মানুষের জন্য তিনি ছিলেন একজন আদর্শ।  শেখ কাসেম বলেন, সাইয়্যেদ নাসরুল্লাহ মানুষকে ভালোবাসতেন এবং মানুষও তাকে সম্মান জানাত। তিনি সারাজীবন ফিলিস্তিন ও আল-কুদস মুক্ত করার স্বপ্ন দেখেছেন এবং সে লক্ষ্যে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন। #

পার্সটুডে/এমএমআই/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।