ইয়েমেনে ইরানি সামরিক সরঞ্জাম পাঠানোর দাবি ভিত্তিহীন: বাকায়ি
(last modified Mon, 24 Feb 2025 12:13:13 GMT )
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ১৮:১৩ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়িল বাকায়ি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়িল বাকায়ি

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়েমেনে ইরানের সামরিক পণ্যবাহী জাহাজ পাঠানো সম্পর্কিত গণমাধ্যমের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

আল-আলম নিউজ নেটওয়ার্কের বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়িল বাকায়ি এ সংক্রান্ত খবরকে ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন।

গতকাল রাতে ইয়েমেনের উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়া ইরানের তৈরি সামরিক চালান আটকের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন ইসমাইল বাকায়ি। সেইসঙ্গে এই ঘটনাকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে একটি নেতিবাচক এমনকি রাষ্ট্রদ্রোহী পরিবেশ তৈরির সাথে সঙ্গতিপূর্ণ বলে মন্তব্য করেছেন। ইরানের বিশিষ্ট এই কূটনীতিক বলেন, আমেরিকার কর্মকর্তাদের এ অঞ্চল সফরের সময় এ ধরনের ভিত্তিহীন প্রচারণার বিষয়টি মিলে যায়।

ইসমায়িল বাকায়ি উল্লেখ করেন: ইয়েমেনে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কোন সামরিক উপস্থিতি নেই। এমনকি ওই দেশটির অস্ত্রসস্ত্রের সাথেও ইসলামী প্রজাতন্ত্রের কোন সম্পর্ক নেই।#

পার্সটুডে/এনএম/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।