ইরান আলোচনা করবে তবে চাপের মুখে নতিস্বীকার নয়: পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/event-i147514-ইরান_আলোচনা_করবে_তবে_চাপের_মুখে_নতিস্বীকার_নয়_পেজেশকিয়ান
যেকোনো সমস্যা নিয়ে সংলাপের ব্যাপারে ইরানের প্রস্তুতির কথা আবারও ঘোষণা করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি একথাও স্মরণ করিয়ে দিয়েছেন যে, দাম্ভিক শক্তিগুলোর চাপের কাছে ইরান নতিস্বীকার করবে না এবং বলপ্রয়োগ করে তেহরানকে আলোচনার টেবিলেও নেয়া সম্ভব নয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ১৪:৫২ Asia/Dhaka
  • ইরান আলোচনা করবে তবে চাপের মুখে নতিস্বীকার নয়: পেজেশকিয়ান

যেকোনো সমস্যা নিয়ে সংলাপের ব্যাপারে ইরানের প্রস্তুতির কথা আবারও ঘোষণা করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি একথাও স্মরণ করিয়ে দিয়েছেন যে, দাম্ভিক শক্তিগুলোর চাপের কাছে ইরান নতিস্বীকার করবে না এবং বলপ্রয়োগ করে তেহরানকে আলোচনার টেবিলেও নেয়া সম্ভব নয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করার একই সঙ্গে তেহরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নির্দেশ জারি করে একটি ডিক্রিতে সই করেছেন। ট্রাম্প দাবি করেছেন, তিনি ইরানের তেল বিক্রির পরিমাণ শূন্যের কোঠায় নিয়ে আসতে চান।

এর প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান গতকাল (বৃহস্পতিবার) তেহরানে ইরানি ব্যবসায়ী ও শিল্পপতিদের এক সমাবেশে দেয়া ভাষণে আরো বলেন, “আমাদের নিষেধাজ্ঞার ভয়ে ভীত হওয়া উচিত নয়।”

তিনি বলেন, কেউ কেউ একথা বলার চেষ্টা করেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমরাও তো বলিনি আমরা আলোচনায় বসব না, তবে আমাদেরকে চাপ কিংবা হুমকি দিয়ে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না।

ইরানের প্রেসিডেন্ট বলেন, যারা বোমা মেরে নারী ও শিশুদেরকে ভবনচাপা দিয়ে হত্যা করে আবার মানবাধিকারের রক্ষক সাজার ভান করে তাদের সঙ্গে ইরান আলোচনায় বসবে না। তিনি বলেন, তারা আমাদেরকে ক্ষেপণাস্ত্রসহ আত্মরক্ষা করার অস্ত্র তৈরি করতে নিষেধ করে যাতে তাদের ইচ্ছেমতো আমাদেরকে বোমা মেরে হত্যা করা যায়। কিন্তু আমরা তা হতে দেব না। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/২৮