শিগগির গঠনতন্ত্র, সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করবে এনসিপি
https://parstoday.ir/bn/news/event-i147584
জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের পর জুলাই অভ্যুত্থানের অগ্রভাগে থাকা তরুণ নেতারা এখন দলের সাংগঠনিক কাঠামো, স্লোগান, ঘোষণাপত্র এবং গঠনতন্ত্র চূড়ান্ত করার ওপর গুরুত্ব দিচ্ছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মার্চ ০২, ২০২৫ ১৩:১৯ Asia/Dhaka
  • জাতীয় নাগরিক পার্টি
    জাতীয় নাগরিক পার্টি

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের পর জুলাই অভ্যুত্থানের অগ্রভাগে থাকা তরুণ নেতারা এখন দলের সাংগঠনিক কাঠামো, স্লোগান, ঘোষণাপত্র এবং গঠনতন্ত্র চূড়ান্ত করার ওপর গুরুত্ব দিচ্ছেন।

এনসিপির সিনিয়র নেতারা বলেছেন,  এই মূল বিষয়গুলো চূড়ান্ত করার কাজ চলছে এবং শিগগিরই সেগুলো ঘোষণা করা হবে।

আত্মপ্রকাশের দিন বক্তব্য দেওয়া দলের প্রায় সব নেতা 'ইনকিলাব জিন্দাবাদ' বলে তাদের বক্তব্য শেষ করেছেন, তবে এখনো এটি দলের আনুষ্ঠানিক স্লোগান হবে কি না সে বিষয়ে ঘোষণা দেওয়া হয়নি।

এছাড়াও, এনসিপি নেতারা জোর দিয়ে বলেছেন যে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া সেদিনের বক্তব্য দলের ঘোষণাপত্র নয়।

এনসিপি নেতারা বলেছেন, দলটির নেতাদের প্রাথমিকভাবে ১৭টি শাখা গঠনের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে বিভিন্ন পেশাজীবী ও শ্রমজীবী মানুষের জন্য একটি শাখা রয়েছে।

এদিকে আজ জাতীয় নাগরিক পার্টির ২১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। রোববার ভোররাতে জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেনের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

এনসিপি নেতারা বলেছেন, রমজানে তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি তুলবেন।#

পার্সটুডে/জিএআর/২