গাজা পুনঃনির্মাণ পরিকল্পনা চূড়ান্ত হওয়ার খবর দিলেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/event-i147618-গাজা_পুনঃনির্মাণ_পরিকল্পনা_চূড়ান্ত_হওয়ার_খবর_দিলেন_মিশরের_পররাষ্ট্রমন্ত্রী
মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেলাত্তি বলেছেন, তার দেশ গাজা উপত্যকা পুনঃনির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করেছে এবং এটি আসন্ন আরব শীর্ষ সম্মেলনে উপস্থাপন করা হবে। তিনি আরো বলেছেন, এই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে গাজাবাসী তাদের ভূখণ্ডে থেকে যাওয়ার নিশ্চয়তা পাবে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ০৩, ২০২৫ ১১:১১ Asia/Dhaka
  • যুদ্ধবিধ্বস্ত গাজায় ইফতার করছেন ফিলিস্তিনিরা
    যুদ্ধবিধ্বস্ত গাজায় ইফতার করছেন ফিলিস্তিনিরা

মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেলাত্তি বলেছেন, তার দেশ গাজা উপত্যকা পুনঃনির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করেছে এবং এটি আসন্ন আরব শীর্ষ সম্মেলনে উপস্থাপন করা হবে। তিনি আরো বলেছেন, এই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে গাজাবাসী তাদের ভূখণ্ডে থেকে যাওয়ার নিশ্চয়তা পাবে।

আগামীকাল (৪ মার্চ) মিশরের রাজধানী কায়রোয় জরুরি আরব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আব্দেলাত্তি বলেছেন, কায়রো সম্মেলনের পর ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একটি জরুরি সম্মেলনের আয়োজন করা হবে। ওই সম্মেলন থেকে মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা কায়রো সম্মেলনের ফলাফল বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার চেষ্টা করবেন।

মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজা পুনঃনির্মাণের পরিকল্পনা শুধুমাত্র মিশর বা আরব দেশগুলো বাস্তবায়ন করবে না বরং তা সফলভাবে কার্যকর করার জন্য আন্তর্জাতিক সহযোগিতা কামনা করা হবে। আসন্ন কায়রো সম্মেলনে পরিকল্পনাটি অনুমোদিত হলে তা বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক দাতাদের সহায়তা চাওয়া হবে।

মিশরের পররাষ্ট্রমন্ত্রী এমন সময় গাজা পুনঃনির্মাণের পরিকল্পনার কথা বললেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৩ লাখ গাজাবাসীকে এই উপত্যকা থেকে তাড়িয়ে দিয়ে সেখানে পর্যটন রিসোর্ট নির্মাণের ছক কষেছেন। তিনি গাজার অধিবাসীদের গ্রহণ করার জন্য মিশর ও জর্দানের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী ইসরাইল কাতয ট্রাম্পের পরিকল্পনায় ব্যাপকভাবে পুলকবোধ করেছেন এবং তিনি এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য গাজাবাসীকে ‘স্বেচ্ছায়’ এই উপত্যকা ত্যাগ করার ব্যবস্থা করতে ইহুদিবাদী সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/৩