হামাসের প্রস্তাব প্রত্যাখ্যান, ‘অতিরিক্ত ব্যবস্থা’ নেবে তেল আবিব: নেতানিয়াহুর হুমকি
(last modified Tue, 04 Mar 2025 03:24:38 GMT )
মার্চ ০৪, ২০২৫ ০৯:২৪ Asia/Dhaka
  • হামাসের প্রস্তাব প্রত্যাখ্যান, ‘অতিরিক্ত ব্যবস্থা’ নেবে তেল আবিব: নেতানিয়াহুর হুমকি

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার ব্যাপারে হামাসের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি হুমকি দিয়ে বলেছেন, হামাস অবশিষ্ট ইসরাইলি পণবন্দিদের মুক্তি না দিলে ‘অতিরিক্ত ব্যবস্থা’ নেবে তেল আবিব।

সোমবার প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার দাবিকে ‘সম্পূর্ণ অগ্রণযোগ্য’ বলে উল্লেখ করেছেন।  ইসরাইলের এই যুদ্ধপরাধী প্রধানমন্ত্রী দাবি করেন, মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন প্রতিনিধি স্টেভ উয়িটকফ গাজা পরিস্থিতি যে প্রস্তাব দিয়েছেন তা তেল আবিব মেনে নিয়েছে।  ওই প্রস্তাবে গাজায় আটক সকল পণবন্দির মুক্তির বিনিময়ে ৫০ দিনের যুদ্ধবিরতি কার্যকর করার কথা বলা হয়েছে।       

তবে হামাস ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, কারণ, তিন ধাপে বাস্তবায়নযোগ্য যুদ্ধবিরতির মূল পরিকল্পনায় এমন কোনো কথা ছিল না। মূল পরিকল্পনায় বলা হয়েছিল, তিন ধাপেই অল্প অল্প করে পণবন্দি মুক্তি পাবে এবং ইসরাইল ধাপে ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহার করে নেবে। তৃতীয় পর্যায় বাস্তবায়িত হলে গাজা যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে।     

কিন্তু নেতানিয়াহু প্রথম পর্যায়ের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর দ্বিতীয় পর্যায় শুরু করতেই গড়িমিস করছে। এ অবস্থায় হামাস নেতা ওসামা হামদান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গাজা থেকে অবশিষ্ট পণবন্দিদের উদ্ধার করতে চাইলে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় শুরু করতে হবে।#                                                                                                                                  

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।