হাকান ফিদানের বক্তব্যের জেরে তেহরানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব
https://parstoday.ir/bn/news/event-i147654-হাকান_ফিদানের_বক্তব্যের_জেরে_তেহরানে_নিযুক্ত_তুর্কি_রাষ্ট্রদূতকে_তলব
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৪, ২০২৫ ০৯:৩১ Asia/Dhaka
  • হাকান ফিদানের বক্তব্যের জেরে তেহরানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারী মাহমুদ হায়দারি তুর্কি রাষ্ট্রদূত হিসাবি কিরলাঞ্জিককে তলব করে বলেছেন, এ ধরনের ‘মিথ্যা বক্তব্য’ দ্বিপক্ষীয় সম্পর্কে কেবল উত্তেজনা সৃষ্টি করবে।          

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সম্প্রতি এক বক্তৃতায় ‘ইরান মধ্যপ্রচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে’ বলে পাশ্চাত্যের এক অভিযোগের পুনরাবৃত্তি করেন। তিনি ইরানকে মধ্যপ্রাচ্যের জন্য ‘বিপজ্জনক’ বলেও আখ্যায়িত করেন। 

এর প্রতিবাদে মাহমুদ হায়দারি তুর্কি রাষ্ট্রদূতকে বলেন, উভয় দেশের অভিন্ন স্বার্থ রক্ষা এবং এই অঞ্চলের সংবেদনশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মিথ্যা বিবৃতি এবং অবাস্তব বিশ্লেষণ এড়িয়ে চলতে হবে যা দ্বিপক্ষীয় সম্পর্কে মতবিরোধ এবং উত্তেজনা সৃষ্টি করতে পারে।

হায়দারি আরও বলেন, ইহুদিবাদী ইসরাইল সরকারের অব্যাহত আগ্রাসন ও সম্প্রসারণবাদ এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ‘সবচেয়ে বড় হুমকি’। এ অবস্থায় নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে মুসলিম বিশ্বের অভিন্ন শত্রু  ইসরাইলি আগ্রাসন নিয়ে কথা বলার আহ্বান জানান হায়দারি।

তিনি বলেন, মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশগুলি ফিলিস্তিনের জনগণ এবং সিরিয়াসহ অন্যান্য আঞ্চলিক দেশগুলির বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসন বন্ধে তাদের সর্বাত্মক প্রচেষ্টা করবে বলে তেহরান আশা করছে।

সাক্ষাতে তুর্কি রাষ্ট্রদূত তেহরানের এ প্রতিবাদের কথা আঙ্কারাকে জানিয়ে দেবেন বলে ইরানি কর্মকর্তাকে প্রতিশ্রুতি দেন।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।