পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা প্রশমন ও ঐক্য প্রতিষ্ঠা করতে চায় ইরান: পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/event-i147912-পশ্চিম_এশিয়া_অঞ্চলে_উত্তেজনা_প্রশমন_ও_ঐক্য_প্রতিষ্ঠা_করতে_চায়_ইরান_পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা প্রশমন করার পাশাপাশি এ অঞ্চলের দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে চায়। তিনি আরো বলেছেন, ইসলামি ইরান বিশ্বাস করে যেকোনো উত্তেজনা বা সংঘাতে এ অঞ্চলের সবগুলো দেশ ক্ষতিগ্রস্ত হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১১, ২০২৫ ১৪:২৪ Asia/Dhaka
  • পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা প্রশমন ও ঐক্য প্রতিষ্ঠা করতে চায় ইরান: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা প্রশমন করার পাশাপাশি এ অঞ্চলের দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে চায়। তিনি আরো বলেছেন, ইসলামি ইরান বিশ্বাস করে যেকোনো উত্তেজনা বা সংঘাতে এ অঞ্চলের সবগুলো দেশ ক্ষতিগ্রস্ত হবে।

পেজেশকিয়ান সোমবার সন্ধ্যায় নরওয়ের প্রধানমন্ত্রী জনাস গাহর স্টোরের সঙ্গে এক ফোনালাপে তার দেশের এ অবস্থান তুলে ধরেন। দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের উপায় নিয়ে আলোচনার পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, তার দেশ সব সময় পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি ও নিরাপত্তা রক্ষা করার চেষ্টা চালিয়ে এসেছে এবং যতটা সম্ভব যুদ্ধ প্রতিহত করেছে। কিন্তু ইহুদিবাদী ইসরাইলের কারণেই এ অঞ্চলে সব সময় উত্তেজনা লেগে থাকছে।

তিনি ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি সম্পর্কে মিথ্যাচার করার জন্য ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করেন। তিনি বলেন, পশ্চিম এশিয়ার সকল উত্তেজনা ও সংঘাতের জন্য তেল আবিব দায়ী।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তার দেশ উত্তেজনা প্রশমন করতে চাইলেও কেউ যদি ইরানে হামলা চালায় তাহলে তাকে প্রচণ্ড শক্তিমত্তার সঙ্গে জবাব দেয়া হবে। শত্রুকে এমন আঘাত হানা হবে যাতে সে অনুতপ্ত হয়।

তিনি সুস্পষ্ট করে বলেন, ইরান কখনও পরমাণু অস্ত্র তৈরি করতে চায়নি; কারণ এটি তৈরি, সংরক্ষণ বা ব্যবহার করার ওপর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর নিষেধাজ্ঞা রয়েছে।

ফোনালাপে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট বিতর্কসহ পশ্চিম এশিয়া অঞ্চলের যেকোনো সমস্যা সমাধানে ভূমিকা রাখতে তার দেশের প্রস্তুতি ঘোষণা করেন। তিনি ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করারও আগ্রহ জানান।#

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।