ইসরাইলি জাহাজে আবার হামলা শুরু করছে ইয়েমেন
(last modified Wed, 12 Mar 2025 04:25:45 GMT )
মার্চ ১২, ২০২৫ ১০:২৫ Asia/Dhaka
  • ইসরাইলি জাহাজে আবার হামলা শুরু করছে ইয়েমেন

​​​​​​​ফিলিস্তিনের গাজা উপত্যকার ক্রসিং পুনরায় চালু করা এবং যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে ত্রাণ সরবরাহের অনুমতি দেয়ার জন্য ইসরাইলকে বেধে দেয়া সময়সীমা শেষ হওয়ার পর ইয়েমেন তার উপকূলীয় অঞ্চলে ইসরাইলি জাহাজগুলোকে লক্ষ্য করে আবার সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে।

ইয়েমেনি সশস্ত্র বাহিনী আজ (বুধবার) ঘোষণা দিয়েছে যে, দেশটির আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা আব্দুল-মালিক আল-হুথির জারি করা একটি ডিক্রি অনুসারে হামলা শুরু হবে।

তেল আবিব ক্রসিংগুলো বন্ধ করে দেয়ার পর তা আবার চালু করার জন্য দখলদার ইসরাইলকে চার দিন সময় দিয়েছিলেন হুথি নেতা। সেই সময়সীমা এরইমধ্যে শেষ হয়ে গেছে কিন্তু ইসরাইল ত্রাণ সরবরাহের অনুমতি দেয়নি। গাজার ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে ইহুদি বন্দীদের মুক্তি দিতে বাধ্য করার জন্য ইসরাইল এই পদক্ষেপ নিয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, "মধ্যস্থতাকারীরা ক্রসিংগুলো খুলে দেয়ার লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় ইয়েমেন ফিলিস্তিনি জনগণের সমর্থনে তার অবস্থান আরো বাড়িয়েছে।"

ইয়েমেনি সেনারা বলেছে, "অবিলম্বে কার্যকরভাবে সমস্ত ইসরাইলি জাহাজকে লোহিত সাগর, আরব সাগর, বাব আল-মান্দেব প্রণালী এবং এডেন উপসাগরকে ঘিরে নির্ধারিত অপারেশনাল জোনে চলাচল নিষিদ্ধ করা হয়েছে।"

ইয়েমেনি বাহিনী সতর্ক করে দিয়েছে, এই নিষেধাজ্ঞা লঙ্ঘনের চেষ্টাকারী যেকোনো ইসরাইলি জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে।#

পার্সটুডে/এসআইবি/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন