ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার কার্যক্রম স্থগিত, ১৩০০ কর্মীকে অব্যাহতি
https://parstoday.ir/bn/news/event-i148084-ট্রাম্পের_নির্দেশে_ভয়েস_অব_আমেরিকার_কার্যক্রম_স্থগিত_১৩০০_কর্মীকে_অব্যাহতি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভয়েস অব আমেরিকা (ভিওএ)-সহ অন্যান্য সরকারি অর্থায়নে পরিচালিত গণমাধ্যমের কর্মীদের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে। এর ফলে, বেশ কয়েক দশক ধরে চলতে থাকা এসব গণমাধ্যমের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ১৬, ২০২৫ ১৪:১৯ Asia/Dhaka
  • ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার কার্যক্রম স্থগিত, ১৩০০ কর্মীকে অব্যাহতি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভয়েস অব আমেরিকা (ভিওএ)-সহ অন্যান্য সরকারি অর্থায়নে পরিচালিত গণমাধ্যমের কর্মীদের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে। এর ফলে, বেশ কয়েক দশক ধরে চলতে থাকা এসব গণমাধ্যমের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোউইৎস জানিয়েছেন, তাদের সাংবাদিক, প্রযোজক ও সহকারীসহ ১৩০০ কর্মীর সবাইকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এভাবে প্রায় ৫০টি ভাষায় পরিচালিত একটি সম্প্রচারমাধ্যমকে পঙ্গু করা হচ্ছে।

লিঙ্কডইনে এক পোস্টে আব্রামোউইৎস বলেছেন, “৮৩ বছরের মধ্যে প্রথমবারের মতো আকর্ষণীয় ইতিহাসের অধিকারী ভয়েস অব আমেরিকা নীরব হয়ে যাচ্ছে, এ জন্য আমি দুঃখে ভারাক্রান্ত।”

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, ভয়েস অব আমেরিকা, রেডিও ফ্রি এশিয়া, রেডিও ফ্রি ইউরোপ ও অন্যান্য গণমাধ্যমের হাজারো কর্মী সপ্তাহান্তে ইমেইলের মাধ্যমে জানতে পেরেছেন, তারা তাদের কার্যালয়ে ঢুকতে পারবেন না এবং শিগগির প্রেস পাস ও অফিসের কাছ থেকে পাওয়া অন্যান্য উপকরণ ফিরিয়ে দিতে হবে। দীর্ঘদিন ধরে রাশিয়া ও চীনের তথ্য অপপ্রচার মোকাবিলায় এসব গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে বিবেচনা করা হয়েছে।

লন্ডনভিত্তিক সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, ভিওএ এর মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (ইউএসএজিএম) রাশিয়া ও ইউক্রেনসহ পূর্ব ইউরোপের দেশগুলোতে সম্প্রচার চালানো রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি এবং চীন ও উত্তর কোরিয়ায় সম্প্রচার চালানো রেডিও ফ্রি এশিয়াকে অনুদান দেওয়া বন্ধ করে দিয়েছে।

ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক নির্বাহী আদেশের মাধ্যমে জানান, আন্তর্জাতিক গণমাধ্যম সংক্রান্ত মার্কিন এজেন্সি (ইউএসএজিএম) হচ্ছে এমন একটি সংস্থা যার মধ্যে 'ফেডারেল আমলাতন্ত্রের আলামত রয়েছে, যা প্রেসিডেন্ট অপ্রয়োজনীয় বলে মনে করেন।'

এরপর ট্রাম্প তার অনুগত সাবেক সংবাদ উপস্থাপক ক্যারি লেইককে ভিওএ-র নতুন পরিচালক মনোনীত করেছেন। লেক এক বিবৃতিতে ইউএসএজিএমকে মার্কিন করদাতাদের জন্য ‘এক বিরাট পচা বোঝা’ বলে বর্ণনা করেছেন। প্রতিষ্ঠানটি ‘উদ্ধারযোগ্য’ নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

লেইক নিজেকে ইউএসএজিএমের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে উল্লেখ করে বলেছেন, তিনি আইন অনুযায়ী এই সংস্থাটিকে সঙ্কুচিত করে সম্ভাব্য সবচেয়ে ন্যূনতম আকারে নিয়ে যাবেন।#

পার্সটুডে/এমএমআই/১৬