ইরান কখনোই পারমাণবিক অর্জনের বিষয়ে কারো সঙ্গে আপস করবে না: পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/event-i148504-ইরান_কখনোই_পারমাণবিক_অর্জনের_বিষয়ে_কারো_সঙ্গে_আপস_করবে_না_পেজেশকিয়ান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে তার দেশ পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না বা কোনোভাবেই আপস করবে না। একইসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি প্রত্যাখ্যান করেন তিনি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১০, ২০২৫ ১১:০৭ Asia/Dhaka
  •  ইরান কখনোই পারমাণবিক অর্জনের বিষয়ে কারো সঙ্গে আপস করবে না: পেজেশকিয়ান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে তার দেশ পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না বা কোনোভাবেই আপস করবে না। একইসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি প্রত্যাখ্যান করেন তিনি।

জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবসের স্মরণ সভা অনুষ্ঠানে এবং এই শিল্পে সর্বশেষ অর্জনের উন্মোচন অনুষ্ঠানে পেজেশকিয়ান এসব মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যত বেশি হুমকি দেবে তত শক্তিশালী ইরান এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে হবে। 

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আমরা শান্তি ও নিরাপত্তা চাই এবং আমরা সংলাপের জন্য প্রস্তুত আছি তবে তা হতে হবে মর্যাদা ও পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে। আমরা আমাদের অর্জন থেকে পিছু হটব না, আমরা তাদের সাথে আপস করব না এবং আমরা কখনই কাউকে আমাদের চিন্তাভাবনা থেকে বিরত রাখতে বা উদ্ভাবনী ও সৃজনশীল হতে বাধা দিতে দেব না।

পেজেশকিয়ান আরও বলেন যে তেহরান পারমাণবিক বোমা চায় না। পশ্চিমা বিশ্ব বলছে, "ইরান পারমাণবিক বোমা তৈরি করতে চায়। ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির চেয়ে বেশি কর্তৃত্বশীল আর কে হতে পারে যিনি আনুষ্ঠানিকভাবে এবং প্রকাশ্যে ঘোষণা করেছেন যে আমরা পারমাণবিক বোমা তৈরি করতে চাইছি না? আপনি এটি একশবার যাচাই করেছেন এবং আপনি এটি হাজারবার যাচাই করতে পারেন। তবে এটি জেনে রাখুন, আমাদের সকল ক্ষেত্রে পারমাণবিক বিজ্ঞান এবং পারমাণবিক শক্তি প্রয়োজন।

প্রেসিডেন্ট বলেন যে ইরান যুদ্ধ চায় না তবে যে কোনো সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া হবে কঠোর।

পেজেশকিয়ান জোর দিয়ে আরো বলেন,' আমরা যুদ্ধ চাই না, তবে আমাদের প্রিয়জনরা যে জ্ঞান এবং শক্তি তৈরি করেছেন তা দিয়ে আমরা যে কোনো আগ্রাসনের মুখে অত্যন্ত শক্তভাবে দাঁড়াব। তারা যত বেশি আমাদের আক্রমণ করবে, আমরা তত বেশি শক্তিশালী হব; তারা যত বেশি আমাদের হুমকি দেবে, আমরা তত বেশি শক্তভাবে তাদের সামনে দাঁড়াব। আমরা আক্রমণকারী নই এবং আমরা কাউকে আক্রমণ করব না,'

পার্সটুডে/বাবুল আখতার/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।