মামলা হলেই গ্রেপ্তার নয়: আইন উপদেষ্টা
https://parstoday.ir/bn/news/event-i148846-মামলা_হলেই_গ্রেপ্তার_নয়_আইন_উপদেষ্টা
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, নিরাপরাধ মানুষ যেন কোনো মামলায় গ্রেপ্তার না হন, সেই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৮, ২০২৫ ১৫:৫৮ Asia/Dhaka
  • ড.আসিফ নজরুল
    ড.আসিফ নজরুল

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, নিরাপরাধ মানুষ যেন কোনো মামলায় গ্রেপ্তার না হন, সেই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) ঢাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

আইন উপদেষ্টা বলেন, কেউ মামলা করতে চাইলে আমরা বাধা দিতে পারি না। তবে মামলা হলেই গ্রেপ্তার নয়। নিরীহ মানুষ যেন কোনোভাবে হয়রানির শিকার না হন, সেই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে বস্তুনিষ্ঠতা নাই, সেখানে যতভাবে আইনগত প্রতিকার দেওয়া সম্ভব, সেগুলি দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।

মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলা প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, মামলার বিচারকার্য শুরু হয়েছে গত বুধবার। মামলার চারর্জশিট পেতে একটু দেরি হয়েছিল। আদালত অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচারকার্য পরিচালনা করছে। আমি আশা করছি খুব দ্রুত রায় পাবো।

এদিকে, নতুন মামলায় গ্রেপ্তার তুরিন আফরোজসহ ৫ জন

তুরিন আফরোজ

পৃথক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ, আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদসহ ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।

গ্রেপ্তার দেখানো অন্য আসামিরা হলেন- পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক মশিউর রহমান, মোল্লা নজরুল ইসলাম ও ছাত্রলীগ নেত্রী খাদিজা আক্তার।

পুলিশ ও আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ধানমন্ডি থানার মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা মশিউর ও মোল্লা নজরুলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। আদালত ওই আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ ছাড়া মিরপুর থানার একটি মামলায় সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ধানমন্ডি থানার আরেকটি মামলায় আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ ও খাদিজা আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

৮ এপ্রিল তুরিন আফরোজকে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকার নিজের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ১৭ এপ্রিল শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। অন্যরাও গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।#

পার্সটুডে/জিএআর/২৮