ইরাক রক্ষায় পপুলার মোবিলাইজেশন ফোর্সের গুরুত্বপূর্ণ ভূমিকা
(last modified Fri, 02 May 2025 12:17:21 GMT )
মে ০২, ২০২৫ ১৮:১৭ Asia/Dhaka
  • ইরাক রক্ষায় পপুলার মোবিলাইজেশন ফোর্সের গুরুত্বপূর্ণ ভূমিকা

পার্সটুডে-ইরাকের ন্যাশনাল উইসডোম মুভমেন্টের নেতা দেশ রক্ষায় পপুলার মোবিলাইজেশন ফোর্সের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়েছেন।

ইরাকি ন্যাশনাল উইসডোম মুভমেন্টের নেতা সাইয়্যেদ আম্মার হাকিম আনবার প্রদেশে অবস্থিত ইরাকি পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (হাশদ আল-শাবি) এর অপারেশন সদর দপ্তর পরিদর্শনকালে বলেন যে, ইরাককে রক্ষা করার ক্ষেত্রে এই সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পার্সটুডে আরও জানায়, এই সফরের সময়, সাইয়্যেদ আম্মার হাকিম, পপুলার মোবিলাইজেশন ফোর্সেসসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর ত্যাগ ও প্রচেষ্টার কথা উল্লেখ করে, নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখা এবং অর্জনগুলো সংরক্ষণ করার আহ্বান জানিয়েছেন।

আম্মার হাকিম নিরাপত্তা ব্যবস্থায় গোয়েন্দা তথ্যের গুরুত্ব এবং নতুন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ওপরও জোর দেন।#

পার্সটুডে/এনএম/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।