বাসায় ডেকে নিয়ে আরেক প্রেসিডেন্টকে অপমান করলেন ডোনাল্ড ট্রাম্প
https://parstoday.ir/bn/news/event-i149444
বাসায় ডেকে নিয়ে আরেক প্রেসিডেন্টকে অপমান করলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওভাল অফিসে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মে ২২, ২০২৫ ২১:১১ Asia/Dhaka
  • বাসায় ডেকে নিয়ে আরেক প্রেসিডেন্টকে অপমান করলেন ডোনাল্ড ট্রাম্প

বাসায় ডেকে নিয়ে আরেক প্রেসিডেন্টকে অপমান করলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওভাল অফিসে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (২১ মে) তাদের মধ্যে বৈঠকটি হয়। এ সময় ‘শেতাঙ্গদের ওপর গণহত্যার’ অভিযোগ তুলে রামাফোসাকে অপমান করেন ট্রাম্প। তবে শান্ত ও চুপ থেকে সব সামলান তিনি।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্রকাশ্যে অপমান করেন ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। সিরিল রামাফোসার ক্ষেত্রেও এমন কিছু হবে বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে তিনি বিষয়টিকে সামলে নিয়েছেন। কিন্তু এই অপমান হয়তো কখনোই ভুলতে পারবেন না তিনি।

কিছু কৌশলও অবলম্বন করেন আফ্রিকান প্রেসিডেন্ট। তিনি তার সঙ্গে দেশটির সেরা তিন শেতাঙ্গ গলফারকে সঙ্গে নিয়ে যান। এছাড়া তার সঙ্গে ছিল তার শেতাঙ্গ কৃষিমন্ত্রীও।

ট্রাম্প ও রামাফোসার বৈঠকটি শুরু হয় হাসির মাধ্যমে। কিন্তু এর একটু পর ট্রাম্প প্রজেক্টারে দক্ষিণ আফ্রিকার সংসদের একটি ভিডিও প্রচারের নির্দেশ দেন। এতে দেখা যাচ্ছে এক সাংসদ বলছেন, ‘বন্য শূকরদের গুলি করুন’। দক্ষিণ আফ্রিকায় শেতাঙ্গদের বিরুদ্ধে যখন বর্ণবৈষম্যবিরোধী আন্দোলন চলছিল তখন এই বাক্যটি বেশ জনপ্রিয় ছিল।

এছাড়া ট্রাম্প শেতাঙ্গদের ওপর হামলার রিপোর্টের কিছু কাগজ টিভি ক্যামেরার সামনে তুলে ধরেন।

ট্রাম্পের এমন অভিযোগের মুখে রামাফোসা বলেন, “যদি শেতাঙ্গদের ওপর গণহত্যা চলত তাহলে কী এই তিন গলফার আপনার সামনে থাকত।”

শেতাঙ্গ গণহত্যার অভিযোগ তুলে ট্রাম্প দক্ষিণ আফ্রিকার আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছেন। এছাড়া দেশটির ওপর বাণিজ্যিক বিধিনিষেধও দিয়েছেন। সেগুলো নিয়ে আলোচনা করতেই মূলত রামাফোসা যুক্তরাষ্ট্রে গেছেন।#

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।