গাজা গণহত্যায় অংশগ্রহণকারী ইসরাইলি সেনার আত্মহত্যা; 'শুধুই লাশের গন্ধ পেত'
(last modified Mon, 07 Jul 2025 15:22:29 GMT )
জুলাই ০৭, ২০২৫ ২১:২২ Asia/Dhaka
  • এক জঙ্গলের কাছে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করে এই সেনা
    এক জঙ্গলের কাছে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করে এই সেনা

গাজা গণহত্যায় অংশগ্রহণকারী ইসরাইলি সেনা ডেনিয়েল আদরি আত্মহত্যা করেছে। আজ সোমবার এই তথ্য জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

লেবানন ও গাজায় নৃশংস হত্যাযজ্ঞে দীর্ঘ সময় ধরে অংশ নিয়েছিল ২৪ বছর বয়সী এই ড্যানিয়েল আদরি। আত্মহত্যার পর তার পরিবারের সদস্যরা সংবাদমাধ্যমকে বলেছেন, লেবানন ও  গাজায় অভিযানে অংশ নেওয়ায় তার মানসিক স্বাস্থ্যের ভয়াবহ অবনতি হয়। যুদ্ধক্ষেত্রের অবর্ণনীয় বেদনা, ভয়াবহ চিত্র ও কটু গন্ধ তাকে সারাক্ষণ তাড়িয়ে বেড়াচ্ছিল। মানুষ হত্যার ভয়াল সব চিত্র দেখে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন ড্যানিয়েল।

ড্যানিয়েল দীর্ঘদিন ইসরাইলের উত্তর ও দক্ষিণ সীমান্তে যুদ্ধে সহায়ক সেনা হিসেবে কাজ করেছে জানিয়ে তার মা সিগাল বলেছে, 'সে আমাকে জানায়, তাকে অসংখ্যবার এক জায়গা থেকে আরেক জায়গায় মরদেহ বহন করে নিতে হয়েছে।' তিনি আরও জানান, নিহতদের মধ্যে অসংখ্য আইডিএফ সেনাও ছিলেন।

সিগাল বলেন, 'সে ভীতিকর সব দৃশ্য দেখেছে। আমাকে একদিন বলল, মা, আমি শুধু লাশের গন্ধ পাই। চোখের সামনে সারাক্ষণ লাশ দেখি।'

যত সময় যেতে থাকে, ততই ড্যানিয়েলের মানসিক স্বাস্থ্যের অবনতি হতে থাকে। ড্যানিয়েলের মা বলেন, 'কখনো কারণ ছাড়াই রাগে ফেটে পড়ত সে। কখনো নিজের অ্যাপার্টমেন্টে ভাঙচুর চালাতো।'

'ড্যানিয়েলের ভয় ছিল, এভাবে চলতে থাকলে সে নিজেকেই আঘাত করে ফেলতে পারে। গত সপ্তাহে সে মানসিক হাসপাতালে ভর্তির অনুরোধ জানিয়েছিল। হাসপাতালের কর্মীরা তাকে আরও কয়েকদিন অপেক্ষার উপদেশ দেয়। তাকে আশ্বস্ত করে বলে, খুব শিগগির তাকে নার্সিং হোমে নেওয়া হবে।' কাঁদতে কাঁদতে মা সিগাল বলেন, 'সময় তার পক্ষে ছিল না। সে ওই ব্যথা সহ্য করতে পারছিল না।'এক জঙ্গলের কাছে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করে এই সেনা। 

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।