১০০ মুসলিম পণ্ডিতের বিবৃতি: ট্রাম্প ও নেতানিয়াহু 'আল্লাহর শত্রু'
-
ট্রাম্প ও নেতানিয়াহু
বিশ্বজুড়ে ১০০ মুসলিম পণ্ডিত ও বুদ্ধিজীবী এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধরত শত্রু এবং পৃথিবীতে দুর্নীতিবাজ হিসেবে ঘোষণা করেছেন।
তারা ইসলামি উম্মাহকে জাগিয়ে তোলার পথপ্রদর্শক এবং ইসলামি প্রতিরোধ ফ্রন্টের পতাকাবাহী হিসেবে ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর বিচক্ষণ ও দৃঢ় নেতৃত্বের প্রতি তাদের পূর্ণ ও অটল সমর্থন ঘোষণা করেছেন। তারা আরো বলেছেন, সর্বোচ্চ নেতা তার বিচক্ষণতা,সাহস এবং প্রজ্ঞা দিয়ে ইসলামি জাতির জন্য সম্মান বয়ে আনার পাশাপাশি মুসলিম বিশ্বকে প্রতিরোধ এবং ঐক্যের পথে পরিচালিত করছেন। আয়াতুল্লাহ খামেনিকে হত্যার ধারণা নিয়ে ট্রাম্প এবং নেতানিয়াহুর অপমানজনক বক্তব্যের প্রেক্ষিতে তাদের বিবৃতি এসেছে।
স্বাক্ষরকারীদের মধ্যে আছেন ইরাক, তুরস্ক, ফিলিস্তিন, পাকিস্তান, লিবিয়া, ভারত, অস্ট্রেলিয়া, কেনিয়া, ওমান, রাশিয়া, সিরিয়া, আলজেরিয়া, লেবানন, বাংলাদেশ, আফগানিস্তান, তিউনিসিয়া, বাহরাইন, মার্কিন যুক্তরাষ্ট্র, সুদান, কাতার, থাইল্যান্ড, ইয়েমেন, মৌরিতানিয়া, মিশর, ইন্দোনেশিয়া, সেনেগাল এবং জর্ডানের শিয়া ও সুন্নি পণ্ডিতরা।
পবিত্র কোরআনের আয়াত উল্লেখ করে আলেমরা ট্রাম্প, নেতানিয়াহু এবং ইসরাইলি সরকারের অন্যান্য নেতাদের 'আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধে যুদ্ধরত শত্রু' এবং 'পৃথিবীতে দুর্নীতিবাজ' হিসেবে ঘোষণা করেছেন কারণ তারা দুর্নীতি,রক্তপাত, ইসলামি ভূমি দখল,নির্যাতিত ফিলিস্তিনিদের গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের মতো কর্মকাণ্ড চালিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, 'ইসলামী আইনের (শরিয়া) প্রতিষ্ঠিত নীতি অনুসারে অবৈধ ইহুদিবাদী দখলদার সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিপীড়নমূলক নীতির সাথে যেকোনো ধরণের আপস, সম্পর্ক স্বাভাবিকীকরণ বা সহযোগিতা ধর্মীয়ভাবে নিষিদ্ধ।' বিবৃতিতে আরও বলা হয়েছে যে এ ধরনের সম্পর্ক ফিলিস্তিনি জনগণ এবং এই অঞ্চলের নিপীড়িত জাতির অধিকারকে স্পষ্টভাবে লঙ্ঘন করবে।
আলেমরা মুসলিম বিশ্বের সমস্ত মুসলিম এবং বুদ্ধিজীবীদের একত্রিত হওয়ার, তাদের অবস্থানকে ঐক্যবদ্ধ করার এবং মার্কিন যুক্তরাষ্ট্র,ইসরাইল এবং তাদের মিত্রদের ষড়যন্ত্র মোকাবেলায় একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন। 'আজ আগের চেয়েও বেশি ইসলামি উম্মাহর ঐক্যের প্রয়োজন সেইসঙ্গে প্রয়োজন বুদ্ধিবৃত্তিক ... ধর্মীয় এবং রাজনৈতিক সংহতির।'
ইসরাইল কর্তৃক চাপিয়ে দেয়া ১২ দিনের যুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নির্ণায়ক ও ব্যাপক বিজয় স্বীকার করে বিবৃতিতে বলা হয়েছে যে এই বিজয় প্রমাণ করেছে যে অপ্রতিরোধ্য আমেরিকা ও ইসরাইলি আধিপত্যের যুগের অবসান ঘটেছে। ১৩ জুন ইসরাইলি সরকার ইরানের বিরুদ্ধে একটি বেআইনি আগ্রাসন শুরু করে যার ফলে অনেক সিনিয়র কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন।#
পার্সটুডে/এমবিএ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।