তেহরানের বাংলাদেশ দূতাবাসে শোক বই স্বাক্ষরের আয়োজন
-
শোক বই স্বাক্ষর অনুষ্ঠানে রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক ডি.জি. মোহাম্মাদ রেজা বাহরামি (ডানে)
পার্সটুডে: তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস শোক বই স্বাক্ষরের আনুষ্ঠানিক আয়োজন করেছে।

গত২১ জুলাই ২০২৫ তারিখে ঢাকায় অবস্থিত "মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ" ভবনে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মচারী এবং বিমান বাহিনীর সদস্যরা নিহত ও আহত হয়েছেন। বাংলাদেশ ২২ জুলাই ২০২৫ তারিখে রাষ্ট্রীয় শোক পালন করছে। বাংলাদেশ এই মর্মান্তিক ঘটনার জন্য রাষ্ট্রীয় শোক পালন করছে।

ইরানের বাংলাদেশ দূতাবাস এ উপলক্ষে একটি শোক বই উন্মুক্ত রেখেছে। যারা তাদের শোক নিবন্ধন করতে চায়, তাদের জন্য আগামি রোববার পর্যন্ত ওই শোক বই খোলা থাকবে। দূতাবাসের অফিসিয়াল ই-মেইল ঠিকানায়ও শোক বার্তা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

২৪ জুলাই ২০২৫ (বৃহস্পতিবার) দুপুর ১২.৩০ থেকে ২.৩০ টা পর্যন্ত সময় নির্ধারিত ছিল। কিন্তু শোকবার্তা নিবন্ধনে আগ্রহীদের বিপুল সাড়ার কারণে দূতাবাস সময়সীমা রোববার ২৭ তারিখ পর্যন্ত বৃদ্ধি করেছে।

এরইমধ্যে শোক বইতে স্বাক্ষর করেছেন: ইরান, বেলারুশ, মালয়েশিয়া, কুয়েত, শ্রীলঙ্কা, ভিয়েতনামসহ আরও অনেক দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক, ব্যবসায়ী কর্মকর্তা, চেম্বার অফ কমার্সের নেতৃবৃন্দ, রেডিও তেহরানের বিশ্বকার্যক্রমের বাংলা বিভাগের পরিচালক ও সাংবাদিকগণ।

রাষ্ট্রদূত চৌধুরী মঞ্জুরুল করিম খান এবং মিনিস্টার (কমার্শিয়াল) ড. জুলিয়া মঈন শোক বার্তায় স্বাক্ষর করতে আসা অতিথিদের অভ্যর্থনা জানান।#

পার্সটুডে/এনএম/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।