পোপকে লেখা চিঠিতে আয়াতুল্লাহ হামেদানির আহ্বান: গাজায় ইসরাইলি নৃশংসতা বন্ধ করুন
https://parstoday.ir/bn/news/event-i150652-পোপকে_লেখা_চিঠিতে_আয়াতুল্লাহ_হামেদানির_আহ্বান_গাজায়_ইসরাইলি_নৃশংসতা_বন্ধ_করুন
পার্সটুডে-ইরানের বিশিষ্ট ধর্মীয় নেতা আয়াতুল্লাহ হোসেইন নুরি হামেদানি, বিশ্ব ক্যাথলিকদের নেতা পোপ লিও চতুর্দশকে একটি চিঠি লিখেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৪, ২০২৫ ২০:০৭ Asia/Dhaka
  • গাজা সম্পর্কে পোপের কাছে আয়াতুল্লাহ নুরি হামেদানির চিঠি
    গাজা সম্পর্কে পোপের কাছে আয়াতুল্লাহ নুরি হামেদানির চিঠি

পার্সটুডে-ইরানের বিশিষ্ট ধর্মীয় নেতা আয়াতুল্লাহ হোসেইন নুরি হামেদানি, বিশ্ব ক্যাথলিকদের নেতা পোপ লিও চতুর্দশকে একটি চিঠি লিখেছেন।

ওই চিঠিতে  তিনি গাজায় ইহুদিবাদী ইসরাইলের অপরাধ, গাজা অবরোধ অব্যাহত রাখা এবং খাদ্য ও মানবিক সাহায্য প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা উল্লেখ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন: আশা করা যায় যে আপনার মহামান্য এবং অন্যান্য ধর্মীয় নেতারা ইহুদিবাদী ইসরাইলের এ ধরণের মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে কার্যকর এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।

আজ (বৃহস্পতিবার) আয়াতুল্লাহ হোসেইন নুরি হামেদানির ওই চিঠি ভ্যাটিকানে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত পোপের হাতে অর্পন করেন। চিঠিতে আরও বলা হয়েছে: আপনি জানেন অবরুদ্ধ গাজা এমন একটি ভূমি যেখানে নিষ্ঠুরতা, অবিচার আজ মানবিক নিপীড়নের প্রতীক হয়ে উঠেছে। ক্ষুধা, তৃষ্ণা এবং ওষুধের অভাবে নিরীহ শিশু, নারী ও পুরুষের প্রতিদিনের মৃত্যু বিশ্ব প্রত্যক্ষ করছে, তবুও ইহুদিবাদী ইসরাইল গাজায় সম্পূর্ণ অবরোধ অব্যাহত রেখেছে এমনকি খাদ্য ও মানবিক সাহায্য প্রবেশে বাধা দিয়ে সমসাময়িক ইতিহাসে এক অভূতপূর্ব বিপর্যয় সৃষ্টি করেছে।

আয়াতুল্লাহ হোসেইন নুরি হামেদানি আরও বলেন: গাজার জনগণের কাছে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিসপত্র প্রবেশে বাধা দেওয়ার ক্ষেত্রে ইহুদিবাদী ইসরাইলের নিষ্ঠুর ও অমানবিক আচরণ যে-কোনো ধর্মীয়, মানবিক, নৈতিক ও আন্তর্জাতিক আইনের নীতিমালার স্পষ্ট লঙ্ঘন। এই কর্মকাণ্ড কেবল বিশ্বব্যাপী নিন্দার দাবিদার নয়, বরং আন্তর্জাতিক বিচার ও শাস্তিরও দাবিদার। এখন বিশ্বের সকল স্বাধীনচেতা মানুষ, মানবাধিকার সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠান এবং জাতির কর্তব্য এই অপরাধের মুখে নীরব না থেকে গাজার নির্যাতিত জনগণের পক্ষে সরব হওয়া।#

পার্সটুডে/এনএম/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।