বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা
https://parstoday.ir/bn/news/event-i150750-বাংলাদেশে_সন্ত্রাসবাদের_কোনো_স্থান_নেই_প্রধান_উপদেষ্টা
বাংলাদেশে সন্ত্রাসবাদ মোকাবিলায় অন্তর্বর্তী সরকারের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি আরও বলেছেন, বাংলাদেশের সীমানার ভেতরে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে তৎপরতা চালাতে দেওয়া হবে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৮, ২০২৫ ১৮:৫১ Asia/Dhaka
  • বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা

বাংলাদেশে সন্ত্রাসবাদ মোকাবিলায় অন্তর্বর্তী সরকারের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি আরও বলেছেন, বাংলাদেশের সীমানার ভেতরে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে তৎপরতা চালাতে দেওয়া হবে না।

আজ (সোমবার) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে এক বৈঠকে অধ্যাপক ইউনূস এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, 'সন্ত্রাসবাদ মোকাবিলা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সন্ত্রাসবাদের বিষয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স। আমাদের মাটি থেকে সন্ত্রাসীদের নির্মূল করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাব।'

৪০ মিনিটের এই বৈঠকে উভয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক নিয়ে আলোচনাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

চার্জ ডি অ্যাফেয়ার্স জ্যাকবসন বাংলাদেশের সংস্কার উদ্যোগ এবং গণতান্ত্রিক উত্তরণে মার্কিন সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন, আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচনের মাধ্যমে যার পরিণতি আসবে বলে বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা জ্যাকবসনকে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের সবশেষ তথ্য জানান যে, মৌলিক সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আনার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে।

ড. ইউনূস বলেন, 'আমি বিশ্বাস করি কমিশন চমৎকার কাজ করছে। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।'#

পার্সটুডে/জিএআর/২৮