ইসরায়েলি হামলায় একদিনে ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি হতাহত
পার্সটুডে - গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে গত ২৪ ঘন্টায় ওই এলাকায় ১০০ জন ফিলিস্তিনি শহীদ এবং ৬০২ জন আহত হয়েছে।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, গাজা উপত্যকার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বারশ ঘোষণা করেছেন: গত ২৪ ঘন্টায় অপুষ্টিজনিত কারণে গাজা উপত্যকার হাসপাতালগুলোতে ৪ জন প্রাণ হারিয়েছে।
আল-বারশ জোর দিয়ে বলেছেন: ক্ষুধা ও অপুষ্টির কারণে এ পর্যন্ত নিহতের মোট সংখ্যা ১৯৭ জনে পৌঁছেছে, যার মধ্যে ৯৬ জন শিশু।
২০২৩ সালের ৭ অক্টোবর, অপারেশন আল-আকসা ঝড় শুরু হওয়ার পর থেকে গাজায় মোট শহীদের সংখ্যা ৬১,২৫৮ জনে পৌঁছেছে এবং আহতের সংখ্যা ১৫২,০৪৫ জনে পৌঁছেছে।
জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলো সতর্ক করে দিয়েছে যে অবরোধ অব্যাহত থাকা এবং সাহায্য পৌঁছাতে বাধা দেওয়ার ফলে শিশুদের মধ্যে ব্যাপক মৃত্যুর ঝুঁকি তৈরি হচ্ছে।
বর্তমানে গাজায় স্বাস্থ্যসেবা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে।#
পার্সটুডে/এমআরএইচ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।