বিশ্ব গ্রিকো-রোমানিয়ান কুস্তি প্রতিযোগিতায় ইরান রানার-আপ
https://parstoday.ir/bn/news/event-i151072
পার্সটুডে- ইরানের জাতীয় গ্রিকো-রোমানিয়ান কুস্তি দল বিশ্ব রোমানিয়ান গ্রিকো-কুস্তি প্রতিযোগিতায় রানার-আপ হয়েছে।
(last modified 2025-08-10T11:08:33+00:00 )
আগস্ট ১০, ২০২৫ ১৭:০৪ Asia/Dhaka
  • আন্তর্জাতিক গ্রিকো-রোমানিয়ান কুস্তি প্রতিযোগিতায় ইরান রানার-আপ
    আন্তর্জাতিক গ্রিকো-রোমানিয়ান কুস্তি প্রতিযোগিতায় ইরান রানার-আপ

পার্সটুডে- ইরানের জাতীয় গ্রিকো-রোমানিয়ান কুস্তি দল বিশ্ব রোমানিয়ান গ্রিকো-কুস্তি প্রতিযোগিতায় রানার-আপ হয়েছে।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানি গ্রিকো-রোমানিয়ান কুস্তি দল  ৩ টি স্বর্ণ, ৩ টি রৌপ্য এবং ১টি ব্রোঞ্জপদক জিতে রোমানিয়ান গ্রিকো- আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতায় রানার-আপ হয়েছে। ইরান দলগত র‍্যাঙ্কিংয়েও দ্বিতীয় স্থানে রয়েছে।

৮ এবং ৯ আগস্ট রোমানিয়ার বুখারেস্টে রোমানিয়ান গ্রিকো-আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোমানিয়ান গ্রিকো আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতায় ইরানের পক্ষে পদক পেয়েছেন, সাজ্জাদ আব্বাসপুর, আমির আবদী, আমিররেজা আকবরী, আমিররেজা দেহবোজোরি, আমিররেজা মোরাদিয়ান, আবুলফাজল মাহমুদি এবং আবুলফাজল আসকারি।#

পার্সটুডে/জিএআর/১০