ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড: গাজা দখল কিছুতেই সম্ভব হবে না
https://parstoday.ir/bn/news/event-i151086
পার্সটুডে- ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান গাজা শহর দখলের অসম্ভব চেষ্টা নিয়ে নিরাপত্তা ও সামরিক কর্মকর্তাদের সাথে এক বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছেন।
(last modified 2025-08-10T13:37:37+00:00 )
আগস্ট ১০, ২০২৫ ১৯:২২ Asia/Dhaka
  • ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড: গাজা দখল কিছুতেই সম্ভব হবে না

পার্সটুডে- ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান গাজা শহর দখলের অসম্ভব চেষ্টা নিয়ে নিরাপত্তা ও সামরিক কর্মকর্তাদের সাথে এক বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছেন।

নিরাপত্তা বাহিনীর বিরোধিতা সত্ত্বেও ইসরায়েলি মন্ত্রিসভার গাজা শহর দখলের সিদ্ধান্তের মাঝে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির রোববার দক্ষিণ কমান্ড এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে সেনাবাহিনীর প্রস্তুতি পর্যালোচনা করার পর গাজা শহর দখলের অভিযানের জন্য একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন এবং অতিরিক্ত ব্যয় সত্ত্বেও এর অবাস্তবতা সম্পর্কে সতর্ক করেছেন। 

পার্সটুডে/এমবিএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।