জেদ্দায় ইরান ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
https://parstoday.ir/bn/news/event-i151410-জেদ্দায়_ইরান_ও_মিশরের_পররাষ্ট্রমন্ত্রীদের_বৈঠক
পার্সটুডে-জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শুরুর প্রাক্কালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং মতবিনিময় করেছেন।
(last modified 2025-08-25T12:50:14+00:00 )
আগস্ট ২৫, ২০২৫ ১৮:৪৭ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদুল আতি
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদুল আতি

পার্সটুডে-জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শুরুর প্রাক্কালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং মতবিনিময় করেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেল আতি দ্বিপক্ষীয়, আঞ্চলিক, আন্তর্জাতিক উন্নয়ন বিশেষ করে গাজায় অব্যাহত নিষ্ঠুর অবরোধ ও ইহুদিবাদী সরকারের আক্রমণাত্মক পরিকল্পনা এবং গাজা উপত্যকা সম্পূর্ণরূপে দখলের ফলে সৃষ্ট মানবিক সংকট নিয়ে মতবিনিময় করেছেন। সেইসাথে গণহত্যা বন্ধ করতে এবং এ অঞ্চলে মানবিক সহায়তা প্রবেশের সুবিধার্থে ইসলামী দেশগুলোর জরুরি ও কার্যকর পদক্ষেপের ওপর জোর দিয়েছেন।

ইহুদিবাদী ইসরাইলের শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড মোকাবেলায় ইসলামী দেশগুলোর সম্মিলিত সহযোগিতার ক্ষমতা ব্যবহারের গুরুত্বের ওপর জোর দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন: ইসরাইলি সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে মুসলিম দেশগুলোর মধ্যে সংহতি ও ঐক্য বিশেষ গুরুত্বপূর্ণ। এই গণহত্যাকারী শাসনকে কার্যকরভাবে মোকাবেলা করার জন্য সম্মিলিত সহযোগিতা জোরদার করতে এবং সমস্ত ক্ষমতা ব্যবহার করতে হবে। ইরান ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা সংকট বৃদ্ধি রোধ করতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক পর্যায়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে পরামর্শ ও আলোচনা চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।#

পার্সটুডে/এনএম/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।