ইউরেনিয়াম বিষয়ে ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদন প্রত্যাখ্যান করলো ইরান
https://parstoday.ir/bn/news/event-i151480-ইউরেনিয়াম_বিষয়ে_ডেইলি_টেলিগ্রাফের_প্রতিবেদন_প্রত্যাখ্যান_করলো_ইরান
পার্সটুডে-ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমাতে তেহরান প্রস্তুত-এ সম্পর্কে ডেইলি টেলিগ্রাফের কথিত প্রতিবেদনকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে ইরান দূতাবাস।
(last modified 2025-08-27T14:29:35+00:00 )
আগস্ট ২৭, ২০২৫ ২০:১১ Asia/Dhaka
  • ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদন প্রত্যাখ্যান করলো লন্ডনস্থ ইরান দূতাবাস
    ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদন প্রত্যাখ্যান করলো লন্ডনস্থ ইরান দূতাবাস

পার্সটুডে-ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমাতে তেহরান প্রস্তুত-এ সম্পর্কে ডেইলি টেলিগ্রাফের কথিত প্রতিবেদনকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে ইরান দূতাবাস।

লন্ডনে ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাস এক বিবৃতি জারি করে টেলিগ্রাফের প্রতিবেদনের ব্যাপারে আপত্তি জানায়। বিবৃতিতে এ বিষয়ক প্রতিবেদনকে অপ্রমাণিত বলে উল্লেখ ককরে এ ধরনের ভিত্তিহীন তথ্য প্রকাশের বিরুদ্ধে সতর্ক করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে: লন্ডনে ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাস ডেইলি টেলিগ্রাফ কর্তৃক ইরান সম্পর্কে পক্ষপাতদুষ্ট এবং ভিত্তিহীন প্রতিবেদন বারবার প্রকাশের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। বিবৃতিতে অস্পষ্ট এবং অবিশ্বস্ত সূত্রের পর ভিত্তি করে লেখা ই নিবন্ধগুলোর বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ওই প্রতিবেদনে ইরানের বাস্তব পরিস্থিতির বিকৃত এবং বিভ্রান্তিকর চিত্র উপস্থাপন করা হয়েছে বলেও মন্তব্য করা হয়েছে। এ ধরনের দৃষ্টিভঙ্গি পেশাদার সাংবাদিকতা, নিরপেক্ষতা এবং সত্যের প্রতি অঙ্গীকারের নীতির পরিপন্থী বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

দূতাবাস আরও বলেছে: এই ভিত্তিহীন দাবিগুলো স্পষ্টভাবে প্রত্যাখ্যান করা হয়েছে এবং প্রকাশিত প্রতিবেদনগুলো সংশোধন করাসহ দূতাবাসের সরকারী প্রতিক্রিয়া প্রকাশের জন্য স্থান বরাদ্দ করতে আনুষ্ঠানিক অনুরোধ করা হচ্ছে।

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে: যাচাইযোগ্য নয় এমন উৎসের ওপর ক্রমাগত নির্ভরতা কেবল সাংবাদিকতার বস্তুনিষ্ঠতাকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি জনসাধারণের আস্থা নষ্ট করবে এবং পারস্পরিক শ্রদ্ধার ওপর নির্ভরশীল সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। এই ধরনের কর্মকাণ্ডের পরিণতির দায়িত্ব তাদের ওপর বর্তাবে যারা এই ধরনের তথ্য প্রকাশ করে।

ডেইলি টেলিগ্রাফ সম্প্রতি একটি প্রতিবেদনে লিখেছে যে ইরান নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার পুনরাবৃত্তি রোধ করতে তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৬০ শতাংশ থেকে ২০ শতাংশে কমিয়ে আনতে প্রস্তুত। প্রতিবেদনে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন সচিব আলী লারিজানিকে এ ধরনের সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু হিসেবে চিহ্নিত করা হয়েছে; এই দাবি ইরান দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।#

পার্সটুডে/এনএম/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।