তিনটি ইউরোপীয় দেশ "স্ন্যাপব্যাক" সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছে: ইরানের প্রতিক্রিয়া
-
\"স্ন্যাপব্যাক\" সক্রিয় করার প্রক্রিয়া শুরু: ইরানের প্রতিক্রিয়া
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে দাবি করেছে যে তিনটি ইউরোপীয় দেশ জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে একটি চিঠিতে "স্ন্যাপব্যাক" প্রক্রিয়া সক্রিয় করার আহ্বান জানিয়েছে।
তাসনিম সংবাদ সংস্থার ফরেন পলিসি গ্রুপ জানিয়েছে, রয়টার্স সংবাদ সংস্থা একটি সংবাদ প্রতিবেদনে দাবি করেছে যে তিনটি ইউরোপীয় দেশ ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে এক চিঠিতে "স্ন্যাপব্যাক" প্রক্রিয়া (ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞাগুলো ফিরিয়ে আনা) সক্রিয় করার আহ্বান জানিয়েছে।
চিঠিটির ব্যাপারে রয়টার্স লিখেছে: ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন বৃহস্পতিবার সকালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে চিঠি পাঠিয়ে ঘোষণা করেছে যে তারা ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো পুনরায় আরোপের জন্য স্ন্যাপব্যাক প্রক্রিয়া সক্রিয় করবে।
অ্যাক্সিওস সংবাদ সংস্থা এ ব্যাপারে লিখেছে যে: এই চিঠিতে, তিনটি ইউরোপীয় দেশ জোর দিয়ে বলেছে যে পরবর্তী ৩০ দিনের মধ্যে- নিষেধাজ্ঞাগুলো কার্যকর হওয়ার আগে- তারা ইরানের সাথে একটি পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতে প্রস্তুত এবং নতুন চুক্তিতে পৌঁছানো সম্ভব হলে "স্ন্যাপব্যাক" প্রক্রিয়া বন্ধ রাখা হতে পারে।
এমন এ খবর এসেছে যখন ইরানের কর্মকর্তারা এর আগে তিনটি ইউরোপীয় দেশকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, ইরানের বিরুদ্ধে এই ধরনের পক্ষপাতদুষ্ট এবং অবৈধ নিষেধাজ্ঞা আরোপ তাদের জন্য খারাপ পরিণতি বয়ে আনবে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদী এর আগে এ বিষয়ে বলেছিলেন: “আমরা ইউরোপীয় পক্ষগুলোকে স্পষ্ট করে দিয়েছি যে যদি তারা এই বিষয়টির অপব্যবহার করতে চায় এবং ইরানের সদিচ্ছা এবং আলোচনা এবং সমস্যা সমাধানের জন্য ইরান যে চেষ্টা চালাচ্ছে তা উপেক্ষা করে স্ন্যাপব্যাক প্রক্রিয়া শুরু করতে চায়, তাহলে স্বাভাবিকভাবেই ইরানও প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেবে। উদাহরণস্বরূপ, যদি তারা চিঠি পাঠায়, তাহলে ইরান বিশেষ পদক্ষেপ নেবে অথবা নিরাপত্তা পরিষদে একটি সতর্কীকরণ চিঠি পাঠাবে।”
তিনি স্পষ্ট করে বলেন: “আমরা তাদেরকে জানিয়েছি যে যদি তারা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞামূলক পদক্ষেপ নেয়, তাহলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে আমরা যে আলোচনার পথ খোলা রেখেছি তা বন্ধ করে দেওয়া হবে।”
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন: “তারা যদি স্ন্যাপব্যাক চালু করে তাহলে ইরানের জন্য সংলাপ প্রক্রিয়া চালিয়ে যাওয়া অর্থহীন।”#
পার্সটুডে/এমআরএইচ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।