ভিয়েনায়, পরমাণু স্থাপনায় হামলা নিষিদ্ধ করতে চাপ দিতে যাচ্ছেন ইরানের পরমাণু প্রধান
https://parstoday.ir/bn/news/event-i152022-ভিয়েনায়_পরমাণু_স্থাপনায়_হামলা_নিষিদ্ধ_করতে_চাপ_দিতে_যাচ্ছেন_ইরানের_পরমাণু_প্রধান
পার্সটুডে-ইরানের পরমাণু শক্তি সংস্থার (AEOI) প্রধান বলেছেন,তেহরান জাতিসংঘের পারমাণবিক সংস্থায় একটি প্রস্তাব উত্থাপন করেছে।
(last modified 2025-09-15T14:03:14+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ১৯:৫৯ Asia/Dhaka
  • ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি
    ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি

পার্সটুডে-ইরানের পরমাণু শক্তি সংস্থার (AEOI) প্রধান বলেছেন,তেহরান জাতিসংঘের পারমাণবিক সংস্থায় একটি প্রস্তাব উত্থাপন করেছে।

ওই প্রস্তাবে ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে ইরানের পরমাণু স্থাপনায় বিনা উস্কানিতে সামরিক হামলা চালিয়েছে তার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো হয়েছে। সেইসাথে বিশ্বব্যাপী পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে সামরিক হামলা চালানো নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (IAEA) ৬৯তম সাধারণ সম্মেলনে অংশগ্রহণের জন্য ভিয়েনায় গেছেন মোহাম্মদ ইসলামি। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ এবং এ বিষয়ে সংস্থাটির কোনো পদক্ষেপ গ্রহণ না করার ঘটনাকে "দ্বিমুখি আচরণের" উদাহরণ বলে উল্লেখ করেছেন।

১৩ জুন, ইসরাইল ইরানের বিরুদ্ধে একটি স্পষ্ট আগ্রাসন চালিয়ে অনেক উচ্চপদস্থ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করে। ১২ দিনের ওই আগ্রাসনে শত শত বেসামরিক নাগরিকও নিহত হয়।

২২শে জুন, মার্কিন যুক্তরাষ্ট্রও যুদ্ধে প্রবেশ করে এবং আন্তর্জাতিক আইন এমনকি এনপিটির স্পষ্ট লঙ্ঘন করে ফোরডো, নাতানজ ও ইসফাহানে তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।#

পার্সটুডে/এনএম/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।