যুদ্ধের নিয়ম ও তা কোথায় হবে তা আমরা ঠিক করব: ইয়েমেন
https://parstoday.ir/bn/news/event-i152520-যুদ্ধের_নিয়ম_ও_তা_কোথায়_হবে_তা_আমরা_ঠিক_করব_ইয়েমেন
পার্স টুডে - ইয়েমেনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা গাজা যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলি নৌ অবরোধ অব্যাহত রাখার উপর জোর দিয়েছেন।
(last modified 2025-09-30T14:03:38+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ১৭:৫৭ Asia/Dhaka
  • ইয়েমেনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হামিদ আব্দুল কাদের অন্তার
    ইয়েমেনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হামিদ আব্দুল কাদের অন্তার

পার্স টুডে - ইয়েমেনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা গাজা যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলি নৌ অবরোধ অব্যাহত রাখার উপর জোর দিয়েছেন।

মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইয়েমেনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হামিদ আব্দুল কাদের অন্তার সংবাদ মাধ্যম আল-মাউলুমাকে দেয়া এক সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন যে গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগর ইসরায়েলের সাথে সম্পর্কিত সব জাহাজের জন্য বন্ধ থাকবে।

তিনি আরও বলেন: "ইয়েমেনি নেতারা যুদ্ধক্ষেত্র এবং যুদ্ধের নিয়ম নির্ধারণ করেন। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইহুদিবাদী শত্রুর প্রতি বেদনাদায়ক জবাব দেয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।"

আব্দুল কাদের জোর দিয়ে বলেছেন: ইয়েমেনি সশস্ত্র বাহিনী ফিলিস্তিনকে রক্ষা করার জন্য তার নীতি-অবস্থানে অবিচল রয়েছে এবং আমাদের শত্রুর সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোকে লোহিত সাগরের মধ্য দিয়ে যেতে দেবে না। #

পার্স টুডে/এমএএইচ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।