কলম্বিয়ার প্রেসিডেন্ট: কারাগারই ট্রাম্পের জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা
https://parstoday.ir/bn/news/event-i152544-কলম্বিয়ার_প্রেসিডেন্ট_কারাগারই_ট্রাম্পের_জন্য_সবচেয়ে_উপযুক্ত_জায়গা
পার্স-টুডে: কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলি আক্রমণের জন্য সরাসরি দায়ী এবং গাজার জনগণের গণহত্যায় তাদের সহযোগী বলে অভিযুক্ত করেছেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
অক্টোবর ০১, ২০২৫ ১৩:৪২ Asia/Dhaka
  • কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রো
    কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রো

পার্স-টুডে: কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলি আক্রমণের জন্য সরাসরি দায়ী এবং গাজার জনগণের গণহত্যায় তাদের সহযোগী বলে অভিযুক্ত করেছেন।

কলম্বিয়ার রাষ্ট্রপতি প্রাসাদে দেয়া এক ভাষণে তিনি জোর দিয়ে বলেছেন: “ট্রাম্পের একমাত্র প্রাপ্য স্থান হল কারাগার, কারণ তিনি গাজায় গণহত্যায় ইহুদিবাদী ইসরায়েলের সহযোগী।” পেট্রো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সম্ভাব্য মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় তাকে গ্রেপ্তারেরও আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, কলম্বিয়ার রাষ্ট্রপতির এই আহ্বান আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় বাস্তবায়নের কাঠামোর মধ্যেই পড়ে, যা ২০২৪ সালে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং ইসরায়েলি প্রাক্তন যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

কলম্বিয়ার রাষ্ট্রপতি আরও ঘোষণা করেছেন যে এই পরিস্থিতির কারণে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনা করা হবে এবং ইহুদিবাদী ইসরায়েলের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করা হবে। কলম্বিয়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিল কয়েক মাস আগে। 

ফিলিস্তিনকে মুক্ত করার জন্য গাজায় গণহত্যার বিরোধী দেশগুলোর একটি যৌথ সেনাবাহিনী গঠনের আহ্বান জানিয়ে পেট্রো আবারও বলেছেন: "জাতিসংঘ এমন একটি সরকারের সামনে নতজানু হয় যারা গাজার জনগণের বিরুদ্ধে গণহত্যার অপরাধে ইহুদিবাদী সরকারের সঙ্গে শরিক; তাই আসুন আমরা নিজেরাই পদক্ষেপ নিই।"

এর আগেও তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণে এক ধরনের আহ্বান জানিয়েছিলেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফিলিস্তিনিদের সমর্থনে আয়োজিত বিক্ষোভ-মিছিলেও অংশ নেন এবং মজলুম গাজাবাসীর প্রতি তার সমর্থনের কথা জানান। # 

পার্স টুডে/এমএএইচ/০১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।