ইয়েমেনের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মাদ আব্দুল করিম আল গামারি শহীদ
https://parstoday.ir/bn/news/event-i153100-ইয়েমেনের_সশস্ত্র_বাহিনীর_চিফ_অব_স্টাফ_মোহাম্মাদ_আব্দুল_করিম_আল_গামারি_শহীদ
পার্সটুডে- ইয়েমেনের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ আব্দুল করিম আল গামারি শহীদ হয়েছেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
(last modified 2025-10-17T07:23:06+00:00 )
অক্টোবর ১৬, ২০২৫ ২০:৪২ Asia/Dhaka
  • মোহাম্মাদ আব্দুল করিম আল গামারি
    মোহাম্মাদ আব্দুল করিম আল গামারি

পার্সটুডে- ইয়েমেনের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ আব্দুল করিম আল গামারি শহীদ হয়েছেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

ঐ বিবৃতিতে আরও বলা হয়েছে, শত্রুর বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি এবং ইহুদিবাদী শত্রু যে অপরাধ করেছে আল্লাহর সহযোগিতায় সেই অপরাধের শাস্তি তারা ভোগ করবে। এর মাধ্যমে বায়তুল মুকাদ্দাসের মুক্তি এবং ইহুদিবাদী ইসরায়েলের পরিপূর্ণ ধ্বংস নিশ্চিত হবে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরও বলেছে, 'আমাদের মহান শহীদদের এই পথ কখনো শেষ হবে না- এটি এমন এক পথ যা ভবিষ্যৎ প্রজন্ম অব্যাহত রাখবে এবং বীরেরা একের পর এক এটিকে এগিয়ে নিয়ে যাবে।

ইয়াহিয়া সারি বলেছেন, আল কুদস বা বায়তুল মুকাদ্দাসের মুক্তি সংগ্রামের অংশ হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ আব্দুল করিম আল গামারি শাহাদাৎবরণ করেছেন। এই সেনা কর্মকর্তার সঙ্গে তার ১৩ বছর বয়সী ছেলে হুসাইন এবং কয়েকজন সহকর্মীও শহীদ হয়েছেন।#

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।