জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর
-
জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে
বাংলাদেশে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের হস্তান্তর করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন।
আজ (মঙ্গলবার) কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব সুপারিশ হস্তান্তর করেন। ঐকমত্য কমিশনের সদস্যরা দুপুর ১২টায় যমুনায় প্রবেশ করেন বলে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা (পিআরও)।
গত ১৩ ফেব্রুয়ারি সরকার ছয়টি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও অনুমোদনের জন্য সাত সদস্যবিশিষ্ট জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠিত কমিশনের সদস্য হিসেবে ছিলেন সংবিধান সংস্কার কমিশন, প্রশাসন সংস্কার কমিশন ও পুলিশ সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন ও দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধানরা।
কমিশনের মূল দায়িত্ব ছিল ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে নির্বাচন, প্রশাসন, বিচারব্যবস্থা, দুর্নীতি দমন ও পুলিশের কর্মকাণ্ডসংক্রান্ত সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গড়ে তোলা।#
পার্সটুডে/জিএআর/২৮