ইসরায়েল রেড ক্রসকে ফিলিস্তিনি বন্দীদের সাথে দেখা করার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে
https://parstoday.ir/bn/news/event-i153512-ইসরায়েল_রেড_ক্রসকে_ফিলিস্তিনি_বন্দীদের_সাথে_দেখা_করার_ওপর_নিষেধাজ্ঞা_দিয়েছে
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী রেড ক্রসকে ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের সাথে দেখা করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, দাবি করেছেন যে তারা "ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ"।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
অক্টোবর ২৯, ২০২৫ ১৭:৪৭ Asia/Dhaka
  • ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ
    ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী রেড ক্রসকে ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের সাথে দেখা করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, দাবি করেছেন যে তারা "ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ"।

ইসরায়েলি টিভি (নিউজ চ্যানেল 15) এর বরাত দিয়ে বুধবার IRNA সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েলি কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের পুনরায় গ্রেপ্তার করার নির্দেশ দেয়া হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ আজ (বুধবার) আন্তর্জাতিক রেড ক্রসকে ফিলিস্তিনি বন্দীদের সাথে দেখা করতে নিষেধ করার জন্য একটি আদেশ জারি করেছেন।

কাটজ আজ একটি আদেশে স্বাক্ষর করেছেন, সে অনুসারে রেড ক্রস দলগুলিকে কারাগারে ফিলিস্তিনি বন্দীদের সাথে দেখা করতে নিষেধ করা হয়েছে, দাবি করেছেন যে এই পরিদর্শনগুলি ইসরায়েলি সরকারের নিরাপত্তার ক্ষতি করেছে।

দৈনিক ইয়েদিওথ আহরোনোথ লিখেছে যে এই সিদ্ধান্তে অধিকৃত ফিলিস্তিনের "সাদেহ তিমান" নিরাপত্তা কারাগারে আটক ফিলিস্তিনি প্রতিরোধ বন্দীদেরও অন্তর্ভুক্ত রয়েছে।

কাটজের মতে, অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবা (শাবাক) এর মতামতের ভিত্তিতে এই আদেশ স্বাক্ষরিত হয়েছে। আদেশ অনুসারে, আদেশের সাথে সংযুক্ত গোপন তালিকায় থাকা হাজার হাজার বন্দীর সাথে সাক্ষাতের জন্য পরিদর্শন নিষিদ্ধ করা হবে।

যুদ্ধমন্ত্রী এই আদেশ এমন এক সময়ে জারি করেলেন যখন কট্টর অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী এবং ইসরায়েলি কারাগার সংস্থার প্রধান ইতামার বেন-গুয়ের রেড ক্রসের ফিলিস্তিনি বন্দীদের সাথে দেখা করার তীব্র বিরোধিতা করছিলেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর উপর চাপ সৃষ্টি করছিলেন।

ইয়েদিওথ আহরোনোথের মতে, কাটজের সফরসঙ্গীরাও নিশ্চিত করেছেন যে বেন-গুয়েরের চাপের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আশা করা হচ্ছে যে রেড ক্রস প্রতিনিধিদের পরিদর্শনে ইসরায়েলের বাধা বিশ্বজুড়ে দেশগুলির ব্যাপক প্রতিক্রিয়ার মুখোমুখি হবে।#

পার্সটুডে/এমআরএইচ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।