মনিপুরে গেরিলাদের হামলায় আধা সামরিক বাহিনীর ৬ সেনা নিহত
মে ২২, ২০১৬ ১৯:০৩ Asia/Dhaka
ভারতের মনিপুর রাজ্যে আজ(রোববার) গেরিলাদের অতর্কিত হামলায় আধা সামরিক বাহিনী অসম রাইফেলের ছয় সেনা নিহত হয়েছে। নিহতরা সবাই ২৯ অসম রাইফেলের সদস্য এবং নিহতদের মধ্যে একজন জেসিও রয়েছে। চান্দেল জেলার একটি এলাকায় ভূমি ধস পরিস্থিতি যাচাই করে ফেরার পথে তাদের ওপর এ হামলা চালানো হয়।
হামলাকারীরা অসম রাইফেলের সদস্যদের দুই ধরণের পাঁচটি রাইফেল এবং একটি এলএমজি নিয়ে নিরাপদে সরে পড়তে সক্ষম হয়েছে। কোনো গেরিলা গোষ্ঠী এখনো আজকের হামলার দায় স্বীকার করে নি।
গত অক্টোবরের গোড়ার দিকে সন্দেহভাজন পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ’এর হামলায় অসম রাইফেলের একজন জেসিও নিহত হয়েছিল। মিয়ানমার-ভারত সীমান্ত সংলগ্ন উখরুল জেলায় এ হামলা চালানো হয়েছিল।
ভারতের সবচেয়ে প্রাচীন আধা সামরিক বাহিনী অসম রাইফেল।#
পার্সটুডে/মূসা রেজা/২২
ট্যাগ