কোলকাতা পৌরসভা নির্বাচনে কারচুপি ও সন্ত্রাসের অভিযোগে হাইকোর্টে বিরোধীরা
https://parstoday.ir/bn/news/india-i101490
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় কোলকাতা পৌরসভা নির্বাচনে সন্ত্রাস ও কারচুপির অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি ও সিপিএম।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ২০, ২০২১ ১৮:৫৭ Asia/Dhaka
  • কোলকাতা হাইকোর্ট
    কোলকাতা হাইকোর্ট

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় কোলকাতা পৌরসভা নির্বাচনে সন্ত্রাস ও কারচুপির অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি ও সিপিএম।

আজ (সোমবার) কোলকাতা হাই কোর্ট ওই বিষয়ে মামলার অনুমতি দিয়েছে।    

আজ হাই কোর্টের কাছে ওই বিষয়ে মামলা করার অনুমতি চান কোলকাতা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী দেবলীনা সরকার। পৃথকভাবে আবেদন জানানো হয় বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকেও। দু’টি আবেদনই অনুমোদন করেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। আগামী ২৩ ডিসেম্বর ওই মামলার পরবর্তী শুনানি হবে।    

নির্বাচনে অনিয়ম প্রসঙ্গে আজ গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেসের ৬৪ নম্বর ওয়ার্ডের প্রার্থীর অভিযোগ, ‘কোনও পোলিং স্টেশনে ক্যামেরা ছিল না। যাঁরা মারা গেছেন, তাদেরও ভোট হয়েছে। গুণ্ডা বাহিনী গোটা স্কুলকে দখল করে ভোট করেছে।  ভোটে কোনও ডকুমেন্টেশন ছিলই না। এটা তৃণমূলের জয় না, প্রক্সি ভোটের জয়।’    

কোলকাতা পৌরসভায় গতকাল (রোববার) নির্বাচন হয়। ওই নির্বাচনে সন্ত্রাস, ভোট লুঠ ইত্যাদির অভিযোগে সোচ্চার হয়েছে বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী গতকাল (রোববার) রাতে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, গোটা কোলকাতাতেই পুনর্নির্বাচন করতে হবে।

কিন্তু আর পুনর্নির্বাচন হবে না,  তা আজ (সোমবার)স্পষ্ট করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের মতে, দুই/একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কোলকাতা পৌরসভার নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ। কমিশনের পক্ষ থেকে কোলকাতা পুলিশের ভূমিকার প্রশংসাও করা হয়েছে।  

নির্বাচন কমিশন সূত্রে খবর, ইতোমধ্যেই নির্বাচনের প্রত্যেক বুথের তথ্য খতিয়ে দেখা হয়েছে। এমনকী সিসিটিভি বন্ধ, ভোট লুঠ, ছাপ্পা ভোট নিয়ে বিরোধীরা, বিশেষকরে বিজেপি ও সিপিএমের অভিযোগ খতিয়ে দেখার পরেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘উৎসবের মেজাজে ভোট হয়েছে। বিরোধীরা নাটক করছে। ওসব অভিযোগ ভিত্তিহীন। কোলকাতা পুলিশ সেরা, এদিন সেটা তারা আবার প্রমাণ করেছে।’  এবার হাইকোর্টে কী হবে, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।#

পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।