ভারতে ওমিক্রনে প্রথম মৃত্যু, ৫৫ শতাংশ বাড়ল করোনা সংক্রমণ
ভারতে প্রাণঘাতী করোনা সংক্রমণের ঘটনা একলাফে প্রায় ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, এই প্রথম করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনে রাজস্থানের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ (বুধবার) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, আজ সকাল ৮ টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৮ হাজার ৯৭ জন। গতকাল (মঙ্গলবার) দৈনিক সংক্রমণের নিরিখে ওই সংখ্যা ছিল ৩৭ হাজার ৩৭৯। কিন্তু গত ২৪ ঘণ্টার মধ্যে ২১ হাজারেরও বেশি সংক্রমণ বেড়েছে। মৃত্যুর সংখ্যা মঙ্গলবারের তুলনায় প্রায় ৪ গুণ বৃদ্ধি পেয়েছে। গতকাল মঙ্গলবার গোটা দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ১২৪। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে সংক্রমণের পাশাপাশি মৃত্যুর ঘটনা বেড়েছে কয়েকগুণ বেশি। বুধবার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনের মৃত্যু হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ১৩৫। এরমধ্যে ৬৫৩ জনই মহারাষ্ট্রের। রাজ্যটিতে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৫১ শতাংশ।
এদিকে, আজ বুধবার রাজস্থান সরকারের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, করোনার দু’টি টিকাই নেওয়া ছিল ওমিক্রনে মৃত ব্যক্তির। সুগার, উচ্চ রক্তচাপের মতো বেশ কিছু সমস্যাও ছিল তাঁর। ওমিক্রনে মৃত ব্যক্তি (৭৩) রাজস্থানের উদয়পুরের বাসিন্দা ছিলেন। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে প্রকাশ, গত ১৫ ডিসেম্বর কোভিডে আক্রান্ত হয়েছিলেন ৭৩ বছর বয়সী ওই ব্যক্তি। তখন হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি। তাঁর শরীরে ভাইরাসের মাত্রা বেশি থাকায় জিন পরীক্ষা করানো হলে ওমিক্রনের উপস্থিতি ধরা পড়ে।#
পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/০৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।