অখিলেশের দাবি : উত্তর প্রদেশে ৩০০ আসনে জয়ী হব
-
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব
ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদব সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে ৩০০ আসনে জয়ী হবেন বলে দাবি করেছেন। তিনি আজ (সোমবার) ওই মন্তব্য করেন।
আজই বিজেপিশাসিত উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। রাজ্যটিতে মোট ৪০৩ টি আসনে সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হল। ফল ঘোষণা হবে আগামী ১০ মার্চ।
আজ সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব রাজ্যে ক্ষমতাসীন বিজেপিকে টার্গেট করে বলেন, জনগণ এবার ডাবল ইঞ্জিন (কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার) সরকারের ট্র্যাক উপড়ে ফেলতে প্রস্তুত। সমাজবাদী পার্টির জোট কমপক্ষে ৩০০ আসনে জয়ী হবে। তিনি বলেন, সমাজবাদী সরকার গঠিত হলে, আমরা পূর্বাঞ্চলকে অভূতপূর্ব উন্নয়নের দিকে সংযুক্ত করতে কাজ করব। পূর্বাঞ্চলকে মূল স্রোতের সাথে যুক্ত করার জন্য, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দেওয়া হয়েছিল। সমাজবাদীরা যতটা তৈরি করেছিল, আজও ওরা এতে আর যোগ করতে পারেনি।
অখিলেশ যাদব কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধার করতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। তারা যদি সরাসরি ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধার করত, আমি তার প্রশংসা করতাম।
আপনার সরকার গঠিত হলে কতজন উপ-মুখ্যমন্ত্রী হতে পারেন? এ প্রশ্নের জবাবে অখিলেশ যাদব বলেন, ‘এ বিষয়ে এখনো কারো সাথে কথা হয়নি। কারও পক্ষ থেকে কোনো কিছু ঠিক করা না থাকলেও জোটে সম্পৃক্ত নেতাদের সম্মান বাড়ানো হবে। অখিলেশ যাদব বলেন, বিজেপি যদি চারজন উপমুখ্যমন্ত্রী বানায়, আমরা আটজন করব কিন্তু বিজেপি এবার ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।
এদিকে, বিহার বিধানসভার বিরোধী দলের নেতা ও আরজেডি বিধায়ক তেজস্বী যাদব উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের ফল প্রসঙ্গে দাবি করেছেন, উত্তর প্রদেশে বিজেপি সরকার বিদায় হচ্ছে। রাজ্যে সমাজবাদী পার্টির সরকার গঠিত হবে এবং অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী হবেন বলেও মন্তব্য করেন আরজেডি বিধায়ক তেজস্বী যাদব।#
পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।