উত্তর প্রদেশে ‘ইভিএম’ চুরির অভিযোগে সোচ্চার সমাজবাদী পার্টি
-
সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব
ভারতের উত্তর প্রদেশে সদ্য শেষ হওয়া নির্বাচনে ইলেকট্রনিক ভোট যন্ত্র বা ‘ইভিএম’ চুরির অভিযোগ করেছে রাজ্যের বিরোধীদল সমাজবাদী পার্টি। আগামীকাল (বৃহস্পতিবার) ভোট গণনা হবে।
ওই ইস্যুতে সমাজবাদী পার্টির প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, ‘উত্তর প্রদেশের এই লড়াই গণতন্ত্রের লড়াই। এই লড়াইয়ে হেরে গেলে দেশের স্বাধীনতার লড়াইয়ের মতো করে যুদ্ধে নামতে হবে। দলের সমস্ত কর্মকর্তাকে বলছি, সতর্ক থাকুন। ভোট চুরি হতে দেবেন না।’
আজ (বুধবার) গণমাধ্যমে প্রকাশ, অখিলেশের দাবি, তাদের কর্মীরা ইভিএম ভর্তি একটি ট্রাক আটকেছেন। কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে দু’টি ট্রাক সেখান থেকে পালিয়ে যায়। তার প্রশ্ন, যদি কোনও সমস্যা না থাকত, তা হলে ট্রাক দু’টি কেন পালিয়ে গেল? অখিলেশ আরও বলেন, তাদের কাছে খবর রয়েছে, যোগী আদিত্যনাথের এক প্রিন্সিপ্যাল সেক্রেটারি জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন, যেখানে বিজেপি’র পরাজয়ের সম্ভাবনা, সেখানেই যেন গণনার গতি কমিয়ে দেওয়া হয়। তার মতে, একই ঘটনা ঘটেছিল ২০১৭ সালেও।
অখিলেশের অভিযোগের পর পাল্টা জবাবে বিজেপি নেতা ও রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেছেন, সমাজবাদী পার্টি হেরে যাচ্ছে, তাই এখন ইভিএমের উপর দোষ চাপানো হচ্ছে।
এদিকে, ওই ইস্যুতে ব্যাপক শোরগোল সৃষ্টি হওয়ার মধ্যে আজ (বুধবার) নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ‘ইসি’ উত্তর প্রদেশের ‘সিইও’কে বারাণসীর এডিএম এনকে সিংয়ের বিরুদ্ধে প্রশিক্ষণ ইভিএম পরিবহনে নিয়ম লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নিতে বলেছে। পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এনকে সিংকে।
বারাণসীর জেলা ম্যাজিস্ট্রেট/জেলা নির্বাচন কর্মকর্তা কৌশল রাজ শর্মা বলেছেন, ‘ইভিএম ইনচার্জ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নলিনী কান্ত সিংকে ইভিএম পরিবহনে গাফিলতির জন্য ৮ মার্চ গভীর রাতে অবিলম্বে নির্বাচনের কাজ থেকে মুক্তি দেওয়া হয়েছে। এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অর্থ ও রাজস্বকে ইভিএম ইনচার্জ করা হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।