জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে ২ গেরিলা নিহত
জম্মু-কাশ্মীরের শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে ২ গেরিলা নিহত হয়েছে। আজ (রোববার) সকালে শ্রীনগরের বেশাম্বর নগরে নিরাপত্তা বাহিনী এবং গেরিলাদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই গেরিলা নিহত হয়েছে। নিহতরা পাকিস্তানি বলে বলা হচ্ছে।
কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার বলেন, শ্রীনগর এনকাউন্টারে নিহত সন্ত্রাসীরা (আধাসামরিক বাহিনী) ‘সিআরপিএফ’ কর্মীদের উপর সাম্প্রতিক হামলার সাথে জড়িত ছিল। তিনি বলেন, যে কোনো সন্ত্রাসী নিরাপত্তা বাহিনী বা সাধারণ জনগণের ক্ষতি করলে, এটিই তাদের পরিণতি হবে।
হিন্দি গণমাধ্যম ‘অমর উজালা’ সূত্রে প্রকাশ, বেসাম্বর নগর এলাকায় গেরিলাদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই গেরিলার মৃত্যু হয়। নিরাপত্তা বাহিনী নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ এবং অন্যান্য অপরাধমূলক জিনিসপত্র উদ্ধার করেছে। দুই গেরিলাই পাকিস্তানের বাসিন্দা বলে বলা হচ্ছে এবং তারা লস্কর-ই-তৈয়বার সঙ্গে যুক্ত ছিল।
গত ৪ এপ্রিল, অজ্ঞাত গেরিলারা শ্রীনগরের লালচক সংলগ্ন মায়সুমা এলাকায় প্রকাশ্য দিবালোকে আধাসামরিক বাহিনী সিআরপিএফের উপরে হামলা করলে একজন জওয়ান নিহত হন এবং অন্যজন আহত হন। রোববার নিহত দুই গেরিলা ওই ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে কর্মকর্তারা বলছেন।
আইজিপি কাশ্মীর বলেন, নিহত সন্ত্রাসীদের চিহ্নিত করা হয়েছে মধ্য কাশ্মীরের শীর্ষ এলইটি কমান্ডার আদিল ভাই এবং মুবাশির ভাই এরা দু’জনেই পাকিস্তানের বাসিন্দা। উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের সময় জম্মু-কাশ্মীর পুলিশের দু’জন পুলিশ এবং একজন সিআরপিএফ কর্মী আহত হয়েছেন এবং তাদের চিকিত্সার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। #
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।