বিজেপি ভারতে প্রতিহিংসার মনোভাব নিয়ে কাজ করছে : মেহেবুবা
-
পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি
জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী এবং পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি বলেছেন, বিজেপি দেশ ও রাজ্যগুলোতে প্রতিহিংসার মনোভাব নিয়ে কাজ করছে। এবং ভারতীয় সংবিধানেরও ক্ষতি করছে।
আজ (শুক্রবার) হিন্দি গণমাধ্যম ‘অমর উজালা’ সূত্রে প্রকাশ, মধ্য প্রদেশের খারগোনে রাম নবমীর দিনে সহিংসতাকে কেন্দ্র করে মেহেবুবা বিজেপিকে টার্গেট করেছেন। মেহবুবা মুফতি বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক উন্মাদনা ছড়ানোরও অভিযোগ করেছেন।
‘দৈনিক ভাস্কর’সূত্রে প্রকাশ, মেহেবুবা মুফতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেছেন, মধ্য প্রদেশে 'অবৈধ' বাড়ি ভেঙে ফেলা বিতর্কের বিষয় হয়ে উঠেছে কারণ বিরোধীরা শিবরাজ সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ করছে। যে প্রতিহিংসা নিয়ে বিজেপি ভারতের সংবিধান ভাঙছে তা এখন সংখ্যালঘুদের ঘরে ঘরে পৌঁছেছে। বিজেপি নেতারা মুসলিমদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেওয়ার জন্য একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, তা তাদের বাড়ি হোক বা জীবিকা এবং সম্মান হোক।
বিজেপিকে টার্গেট করে তিনি বলেন, ‘কাশ্মীরি পণ্ডিতদের দেশান্তর করতে বাধ্য করা হয়েছিল। কাশ্মীরি মুসলিম হিসেবে আমাদেরকে নীরব দর্শক বলে অভিযুক্ত করা হয়। কিন্তু আজ বিজেপি ভারতের ধারণাকেই ধ্বংস করতে চাচ্ছে। এমতাবস্থায় দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর অপরাধমূলক নীরবতা খুবই উদ্বেগজনক।’
বিজেপিশাসিত মধ্য প্রদেশে রামনবমী উদযাপনের সময় অগ্নিসংযোগ ও পাথর নিক্ষেপের ঘটনার পর গত রোববার সন্ধ্যা থেকে খারগোনে কারফিউ জারি করা হয়েছে। পুলিশ সহিংসতার সাথে জড়িত অভিযোগে ১২১ জনকে গ্রেফতার করেছে। খারগোনে আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়। আজ জুমার নামাজ ঘরে ঘরে আদায় করা হয়েছে।
গণমাধ্যমে প্রকাশ, খারগোনের মুসলিম সম্প্রদায়ের লোকেরা শুক্রবার বাড়িতে জুমা নামাজ পড়ার সিদ্ধান্ত নেন। আসলে, খারগোনে সহিংসতা নিয়ে এখনও উত্তেজনা রয়েছে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে মসজিদ কমিটির প্রতিনিধিরা বলেন, মুসলিম সমাজের লোকেরা বাড়ি থেকে নামাজ পড়বেন।
জম্মু-কাশ্মীরের প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে মেহবুবা মুফতিকে কৃতিত্ব দেওয়া হয়। তিনি জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মুফতি মুহাম্মাদ সাঈদের কন্যা। মেহেবুবা তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন কংগ্রেস পার্টির সাথে। ১৯৯৬ সালে, মেহেবুবা বিজবেহারা থেকে কংগ্রেসের টিকিটে প্রথমবার বিধানসভা নির্বাচনে জয়ী হন। ১৯৯৯ সালে পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) মেহেবুবার বাবা মুফতি মোহাম্মদ সাঈদ দ্বারা গঠিত হয়েছিল। ২০০৪ সালে মেহেবুবা মুফতি অনন্তনাগ থেকে এমপি হিসেবে লোকসভায় পৌঁছেছিলেন এবং ২০১৪ সালেও এমপি নির্বাচিত হন। ২০১৬ সালের ৪ এপ্রিল মেহেবুবা মুফতি বিজেপির সমর্থনে জম্মু-কাশ্মীর রাজ্যের মুখ্যমন্ত্রী হন।#
পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।