পশ্চিমবঙ্গে ফ্যাসিস্ট সরকার চালানোর চেষ্টা হচ্ছে : মীনাক্ষী মুখার্জি
https://parstoday.ir/bn/news/india-i107772-পশ্চিমবঙ্গে_ফ্যাসিস্ট_সরকার_চালানোর_চেষ্টা_হচ্ছে_মীনাক্ষী_মুখার্জি
ভারতে সিপিআই(এম) দলের যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মীনাক্ষী মুখার্জি বলেছেন, পশ্চিমবঙ্গে ফ্যাসিস্ট সরকার চালানোর চেষ্টা হচ্ছে। তিনি আজ (মঙ্গলবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১০, ২০২২ ১৯:৪২ Asia/Dhaka

ভারতে সিপিআই(এম) দলের যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মীনাক্ষী মুখার্জি বলেছেন, পশ্চিমবঙ্গে ফ্যাসিস্ট সরকার চালানোর চেষ্টা হচ্ছে। তিনি আজ (মঙ্গলবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।

মীনাক্ষী মুখার্জি আজ একটি মোটর সাইকেল মিছিলের নেতৃত্ব দিয়ে বলেন, ‘ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র রক্ষা করা, কাজের দাবিতে জোরালো আন্দোলন গড়ে তোলা, সাংবিধানিক স্বীকৃতি দেওয়া এবং এরসঙ্গে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে নৈরাজ্য ও ফ্যাসিস্ট সরকার চালানোর চেষ্টা চলছে, কখনও কাজ চাইতে গেলে মইদুলকে খুন করছে, কখনও বিরোধী রাজনোতিক দল করার জন্য বিদ্যুতকে খুন করছে, কখনও প্রতিবাদ করার জন্য আনিস খানকে খুন করছে। এ সমস্ত খুনিদের উপযুক্ত শাস্তির দাবিতে এবং তাদেরকে যে আড়াল করার চেষ্টা হচ্ছে, সেই চেষ্টাকে ব্যর্থ করতে ১২ তারিখের সমাবেশ সফল করতে আজকে বাইক র‍্যালি করা হচ্ছে।’    

আজ মোটর বাইক র‍্যালির সূচনা করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা মরহুম আনিস খানের বাবা সালাম খান। তিনি মীনাক্ষী মুখার্জির হাতে সাংগঠনিক পতাকা তুলে দেন।

প্রতিবাদী ছাত্র নেতা আনিস খানের সম্প্রতি অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবারের সদস্য ও বিরোধীদের দাবি তাকে হত্যা করা হয়েছে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে আজ আনিস খানের হত্যাকারীদের গ্রেফতারের দাবিসহ বিভিন্ন দাবিতে মোটর বাইক মিছিল করা হয়। ওই ইস্যুতে রাজ্য রাজনৈতিক মহলে তোলপাড় চলছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে পুলিশের বিশেষ তদন্ত টিম (সিট) গঠন করে তদন্ত চালানো হচ্ছে। কিন্তু একাংশের পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠায় পুলিশি তদন্তে খুশি নয় বিরোধীরা। তাদের ও ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি ওই ঘটনার কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে। #

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।