জম্মু-কাশ্মীরে ব্যাপক বিক্ষোভ: লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস-শেল নিক্ষেপ, গণইস্তফা
https://parstoday.ir/bn/news/india-i107892-জম্মু_কাশ্মীরে_ব্যাপক_বিক্ষোভ_লাঠিচার্জ_ও_কাঁদানে_গ্যাস_শেল_নিক্ষেপ_গণইস্তফা
জম্মু-কাশ্মীরে রাহুল ভাট নামে একজন কাশ্মীরি পণ্ডিত নিহত হওয়ার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন হয়েছে। আজ (শুক্রবার) ওই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদী জনতাকে সামাল দিতে নিরাপত্তা বাহিনীকে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করতে হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৩, ২০২২ ২০:৪৫ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মীরে ব্যাপক বিক্ষোভ: লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস-শেল নিক্ষেপ, গণইস্তফা

জম্মু-কাশ্মীরে রাহুল ভাট নামে একজন কাশ্মীরি পণ্ডিত নিহত হওয়ার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন হয়েছে। আজ (শুক্রবার) ওই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদী জনতাকে সামাল দিতে নিরাপত্তা বাহিনীকে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করতে হয়।

হিন্দি গণমাধ্যম ‘দৈনিক ভাস্কর’ সূত্রে প্রকাশ, গতকাল বৃহস্পতিবার বাডগামে অজ্ঞাত গেরিলারা অফিসে ঢুকে চাদুরা তহসিলদার অফিসের ক্লার্ক রাহুল ভাটকে গুলি করে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাকে হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়।  

অন্যদিকে, আজ শুক্রবার পুলওয়ামার গুডুরায় অজ্ঞাত গেরিলাদের গুলিবর্ষণে বিশেষ পুলিশ কর্মকর্তা ‘এসপিও’ রিয়াজ আহমেদ ঠোকর নিহত হয়েছেন।  

সরকারি কর্মী কাশ্মীরি পণ্ডিত রাহুল ভাটকে হত্যার প্রতিবাদে জম্মু ও কাশ্মীর বিভাগের অনেক জায়গায় প্রতিবাদী মানুষজন ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে।  উপত্যকার সব জেলায় কাশ্মীরি পণ্ডিতরা তীব্র আন্দোলনের আয়োজন করেন। তারা এ সময়ে সরকারের বিরুদ্ধে নিরাপত্তা না দেওয়ার অভিযোগও করেন।

শুক্রবার বিক্ষোভকারীরা প্রথমে বাডগাম জেলার শেখপোরা এলাকায় জড়ো হয়। এরপর বিমানবন্দরের দিকে এগোতে থাকেন। নিরাপত্তা বাহিনী তাদেরকে বাধা দিতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। বাডগামের শেখপোরায় বিক্ষোভরত কাশ্মীরি পণ্ডিতদের ওপর পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে।

এরআগে কাশ্মীরে ৩৫০ জনেরও বেশি কাশ্মীরি পন্ডিত প্রধানমন্ত্রী প্যাকেজ কর্মচারী লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার উদ্দেশ্যে গণপদত্যাগপত্র পাঠান। তারা বলছেন, সন্ত্রাসীদের হাতে রাহুল ভাট হত্যার পর তারা এখানে নিরাপদ বোধ করছেন না।  

অন্যদিকে, রিয়াজ আহমেদ নামে পুলিশকর্মী নিহত হওয়া প্রসঙ্গে আজ দক্ষিণ কাশ্মীর রেঞ্জের ডিআইজি আব্দুল জব্বার বলেন, রিয়াজ ছুটিতে ছিলেন এবং তার সন্তানের স্কুল বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় দুই অজ্ঞাত মোটরবাইক আরোহী তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ।   

অন্যদিকে, আজ সকালে কাশ্মীরি পণ্ডিত রাহুল ভট্টের শেষকৃত্য সম্পন্ন হয়। এ সময়ে জম্মু পুলিশের এডিজিপি মুকেশ সিং, বিভাগীয় কমিশনার রমেশ কুমার, ডেপুটি কমিশনার অবনী লাভাসাসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। একইসময়ে ঘটনাস্থলে যাওয়া বিজেপির রাজ্য সভাপতি রবীন্দ্র রায়নার বিরোধিতা করেন ক্ষুব্ধ মানুষজন।#

পার্সটুডে/এমএএইচ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।