জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি গৃহবন্দী, সমালোচনা করলেন কেন্দ্রীয় সরকারের
-
জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি
জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি প্রধান মেহবুবা মুফতিকে গৃহবন্দী করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি আজ ওই তথ্য জানান। একইসঙ্গে কাশ্মীরি পণ্ডিতদের অবস্থা নিয়ে কেন্দ্রীয় মোদি সরকারের সমালোচনা করেছেন মেহবুবা।
মেহেবুবা আজ এক বার্তায় বলেন, ভারত সরকার কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশাকে নিচের দিকে ঠেলে দিতে চায় কারণ তাদের কঠোর নীতির ফলে যারা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি তারা দুর্ভাগ্যজনকভাবে টার্গেট কিলিংয়ের শিকার হয়েছে। আমাদের মূলধারার শত্রু হিসেবে তুলে ধরার কারণেই আজ আমাকে গৃহবন্দী করা হয়েছে।
মেহেবুবা বলেন, আজ ছোটগামে সুনীল কুমারের পরিবারের সঙ্গে দেখা করার আমার প্রচেষ্টা প্রশাসনের দ্বারা ব্যর্থ হয়েছে। প্রসঙ্গত, সুনীল কুমারকে অজ্ঞাত গেরিলারা হত্যা করেছিল। মেহেবুবা মুফতি তার বাসভবনের বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে থাকা আধাসামরিক বাহিনী সিআরপিএফ-এর একটি গাড়ির ছবি শেয়ার করে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
গণমাধ্যমে প্রকাশ, সাবেক মুখ্যমন্ত্রী আজ বলেন, কেন্দ্রীয় সরকারের ভুল নীতির কারণে কাশ্মীরি পণ্ডিতদের হত্যা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশা দূর করতে চায় না। ভুল নীতির কারণেই এই দুর্ভাগ্যজনক টার্গেট কিলিং এর ঘটনা ঘটেছে। এ জন্য সরকার সবার সামনে আমাদের কাশ্মীরি পণ্ডিতদের শত্রু হিসেবে তুলে ধরছে। এজন্য আজ আমাকে গৃহবন্দী করা হয়েছে।
এর আগে, মেহবুবা মুফতি আম আদমি পার্টি বা ‘আপ’ বিরোধী বিক্ষোভের জন্য কংগ্রেসের সমালোচনা করেন। তিনি বলেন, কংগ্রেস কেন্দ্রীয় সংস্থাগুলোর তদন্তের মুখোমুখি আম আদমি পার্টির নেতাদের সমর্থনে বিরোধী দলগুলোকে একত্রিত করতে ব্যর্থ হয়েছে।
কংগ্রেস নেতা মানিক্কম ঠাকুর এর পাল্টা জবাব দিয়েছেন। তিনি বলেন, দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া এবং তার গ্যাংকে প্রকৃত দুর্নীতির সাথে জড়িত পাওয়া গেছে এবং তারা বিচারের যোগ্য।
মেহেবুবা বলেন, এটা দুঃখের বিষয় যে কংগ্রেস দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারেনি কারণ ‘আপ’ একটি কট্টর প্রতিপক্ষ। তারা নিজে ‘ইডি’র ক্রিয়াকলাপের শিকার হয়েছে, তবুও তারা বিজেপির অপপ্রচারে জড়িয়ে পড়ছে। #
পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।