রাজস্থানে গরু জবাইয়ের দাবির মধ্যে টঙ্কে ফের উত্তেজনা, মসজিদে ভাঙচুরের অভিযোগ
https://parstoday.ir/bn/news/india-i112252-রাজস্থানে_গরু_জবাইয়ের_দাবির_মধ্যে_টঙ্কে_ফের_উত্তেজনা_মসজিদে_ভাঙচুরের_অভিযোগ
ভারতের রাজস্থানের টঙ্কে আবারও সাম্প্রদায়িক অশান্তির মতো পরিস্থিতি তৈরি হতে শুরু করেছে। তিন দিন আগেও গরু জবাইয়ের অভিযোগে এখানে উত্তেজনা বিরাজ করছিল। একইসঙ্গে এবার মসজিদে ভাঙচুরের অভিযোগ ওঠার পর নতুন করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২২, ২০২২ ১৯:১০ Asia/Dhaka
  • রাজস্থানে গরু জবাইয়ের দাবির মধ্যে টঙ্কে ফের উত্তেজনা, মসজিদে ভাঙচুরের অভিযোগ

ভারতের রাজস্থানের টঙ্কে আবারও সাম্প্রদায়িক অশান্তির মতো পরিস্থিতি তৈরি হতে শুরু করেছে। তিন দিন আগেও গরু জবাইয়ের অভিযোগে এখানে উত্তেজনা বিরাজ করছিল। একইসঙ্গে এবার মসজিদে ভাঙচুরের অভিযোগ ওঠার পর নতুন করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আজ (সোমবার) ‘আজতক’ হিন্দি গণমাধ্যম সূত্রে প্রকাশ, জেলার ঘাসি কি ধানী এলাকায় অবস্থিত মসজিদের ইমাম আবাদ আলী বাদী হয়ে ভাঙচুরের অভিযোগ দায়ের করেছেন। ইমামের দেওয়া তথ্যে প্রকাশ, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১০০/১৫০ জন এসে মসজিদের সম্পত্তি ভাঙচুর করে। আবাদ আলী ওই জনতার বিরুদ্ধে তাকেও নিগ্রেহের অভিযোগ করেছেন। 

একই ধরনের অভিযোগ দায়ের করেছে এলাকার সহজ বানজারা মুসলিমরা। এতে বলা হয়, গত ১৯ আগস্ট দুপুর ২টা থেকে ৩টার মধ্যে ৬০ জনের একটি দল মসজিদে ভাঙচুর চালায়। এ সময় উত্তেজিত জনতা কুলার, মাইক সেট, ফ্যান ও জানালার কাঁচও ভেঙে ফেলে। গ্রামবাসীদের মতে, ওই ঘটনায় স্পিকার ছাড়াও চেয়ার এবং নামাজের স্থানও ক্ষতিগ্রস্ত হয়েছে। 

অন্যদিকে, গরু জবাইয়ের অভিযোগ দায়েরকারী হনুমান চৌধুরীর মতে, গরু জবাই এবং গ্রামবাসীদের মধ্যে গরুর গোশত বিতরণের ঘটনায় ১৭ জন জড়িত ছিল। গত ১৮ আগস্ট রাতে এজাজ ওরফে লালা একটি গরু জবাই করেন বলে অভিযোগ। ওই ঘটনায় ইসলাম নামে এক ব্যক্তির জড়িত থাকার কথাও বলা হচ্ছে।  ওই ঘটনায়  নথিভুক্ত এফআইআর-এ মোট ১৭ জনের মধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, রাজস্থানে গরু জবাই হল একটি বেআইনি কাজ।  

পুলিশের দাবি- টঙ্কের পরিস্থিতি শান্ত রয়েছে। আজমীর রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক রূপিন্দর সিং পরিস্থিতি খতিয়ে দেখতে টঙ্ক জেলা সদরে পৌঁছেছেন। শ্রী সিং বলেন, সংশ্লিষ্ট এলাকায় এক কোম্পানি রাজস্থান সশস্ত্র কনস্ট্যাবুলারি জওয়ান মোতায়েন করা হয়েছে, যার মধ্যে ১০০ জন পুলিশ সদস্য রয়েছে। 

রাজস্থানের নাগরিক সমাজ বিষয়টির সুষ্ঠু তদন্ত দাবি করেছে। পিপলস ইউনিয়ন ফর ইউনিয়ন লিবার্টিজের সভাপতি কবিতা শ্রীবাস্তব বলেছেন, এজেন্সিগুলোকে এফআইআরের নিরপেক্ষ ও ন্যায়সঙ্গত তদন্ত নিশ্চিত করে মিথ্যাভাবে জড়িত ব্যক্তিদের মুক্তি নিশ্চিত করতে হবে। তিনি টঙ্কে গরু জবাই ও অন্যান্য ঘটনায় রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব স্বরাষ্ট্র দফতর, জেলা কালেক্টর এবং টঙ্কের পুলিশ সুপারকে চিঠি লিখেছেন।#

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।