অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ড
'কিছু রাজ্য সরকার ইসরাইলের মতো দলিত ও মুসলিমদের বাড়িতে বুলডোজার চালাচ্ছে'
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ড অভিযোগ করেছে, কিছু রাজ্য সরকার ইহুদিবাদী ইসরাইলের মতো নীতি গ্রহণ করছে এবং দলিত ও মুসলমানদের বাড়িতে বুলডোজার চালাচ্ছে।
গতকাল(শনিবার) মুসলিম পার্সোনাল ল’বোর্ডের জারি করা বিবৃতিতে প্রকাশ, ল’বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি বলেছেন, ‘অনেক শহরে মুসলিম ও দলিতদের বাড়িতে বুলডোজার চালানো হচ্ছে। তিনি অভিযোগ করেন কেন্দ্রীয় সরকার এবং কিছু রাজ্য সরকার দেশে ইসরাইলের মতো নীতি গ্রহণ করছে এবং বুলডোজার সংস্কৃতিকে উৎসাহিত করছে, যা দেশের জন্য আপত্তিজনক এবং লজ্জাজনক!’
মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি অভিযোগ করেন ‘ভারতের ভাবমূর্তি এমন একটি গণতান্ত্রিক দেশের যেখানে প্রতিটি নাগরিকের শান্তিপূর্ণ উপায়ে মত প্রকাশ এবং প্রতিবাদ করার স্বাধীনতা রয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে, সরকারের মনোভাব স্বৈরাচারে পরিবর্তিত হচ্ছে।’
তিনি বলেন, ‘অনেক শহরে তুচ্ছ অভিযোগে মুসলমান ও দলিতদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। একটি বাড়ি বানাতে একজন মানুষের জীবন লেগে যায়। তিনি বাড়িটি তৈরি করেন এবং তার বাবা-মা, সন্তান এবং কখনও কখনও তার নাবালক বোন এবং ভাই একসাথে থাকেন, এ ভাবে পরিবারটি বাড়ির মালিকানা শেয়ার করে নেয়। এখন যদি তার পরিবারের কোনো বড় বা নাবালক ছেলে অন্যায় কাজে পাথর নিক্ষেপে শামিল হয় তাহলে সরকারের পুরো পরিবারকে শাস্তি দেওয়া কী ঠিক?’ তিনি বলেন, বৃদ্ধ বাবা-মা এবং নিষ্পাপ শিশুদেরও এজন্য শাস্তি ভোগ করতে হয়।
মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি বলেন, ‘অবৈধ নির্মাণের কারণে বাড়িঘর ভাঙার সরকারের দাবিও বিবেচনা করা উচিত। যখন বাড়িটি নির্মাণ করা হচ্ছে এবং তা অবৈধ হলে সরকারের উচিত নির্মাণ বন্ধ করা।’ তিনি বলেন, ধরুন মুসলমান ও দলিতদের ৫০টি বাড়ি আছে এবং তাদের কেউ নির্মাণের অনুমতি নেয়নি কিন্তু তাদের মধ্যে কয়েকটিকে লক্ষ্যবস্তু করে বাড়ি ভেঙে ফেলা হয়েছে। পুলিশ বলছে, তারা পাথর নিক্ষেপের সঙ্গে জড়িত ছিল। আইন কী এভাবে চলে? এমন ভুলের জন্য একজনের শাস্তি হয় এবং এটা কী অন্যের ন্যায়বিচারের প্রকাশ্য হত্যা নয়?’
তিনি বলেন, ‘সরকার যদি সত্যিই আইন অনুযায়ী নির্মাণকাজ সম্পন্ন করতে আন্তরিক হয়, তাহলে জরিমানা দিয়ে জনগণকে তাদের বাড়িঘর নিয়মিত করার সুযোগ দেওয়া উচিত। এ ছাড়া নির্মাণের জন্য নতুন ও কঠোর আইন প্রয়োগ করতে হবে, কোনো পক্ষপাতমূলক আইন থাকা উচিত নয় এবং সবার সঙ্গে সমান আচরণ করা উচিত’ বলেও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি মন্তব্য করেছেন।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।